NRS হাসপাতালে করোনা সংক্রমণ! চিকিৎসক-নার্স-রোগীসহ আক্রান্ত ১৩৬ জন

NRS হাসপাতালে করোনা সংক্রমণ! চিকিৎসক-নার্স-রোগীসহ আক্রান্ত ১৩৬ জন

7b2e725feb96b0b5e27728220196b27a

কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ এবার বাংলার উদ্বেগ বাড়িয়ে এনআরএস হাসপাতালে একদিনে আক্রান্ত ৩৯ জন৷ আক্রান্তদের তালিকায় রয়েছেন ৯ জন চিকিৎসক, ৭ জন নার্স, ৬ জন স্বাস্থ্য কর্মী-সহ ১৭ জন রোগী৷ গত ৪ দিনে এই নিয়ে ১৩৬ জন এনআরএস হাসপাতালে করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর৷

প্রায় প্রতিদিন এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে সংক্রমণ বাড়ছে৷ গত ৪ দিন ধরে এই ধারা অব্যাহত৷ নতুন করে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ৩৯ জন আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর৷ তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্সস স্বাস্থ্য কর্মী ও রোগীরা৷ ১৭ জন রোগীর অধিকাংশ অন্য রোগের জন্য চিকিৎসা করা গিয়েছিলেন৷ হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁদের নমুনা পরীক্ষা করা হয়৷ চিকিৎসক, নার্সদ,  স্বাস্থ্যকর্মীদের একাংশের নমুনা পজেটিভ এসেছে বলে খবর৷ এই নিয়ে গত ৪ দিনের মধ্যে ১৩৬ জন করোনা আক্রান্ত হলেন৷

কিন্তু কীভাবে সংক্রমিত হচ্ছেন চিকিৎসক-নার্স স্বাস্থ্য কর্মী ও রোগীরা? এই নিয়ে এবার সংক্রমণের উৎস খুঁজতে নেমেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ কোনও কিটের সমস্যা হচ্ছে কিনা, সমস্ত বিষয়ে নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর৷ ইতিমধ্যেই হাসপাতাল চত্বর জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে৷ কিন্তু লাগাতার যেভাবে চিকিৎসক, নার্স ও  স্বাস্থ্যকর্মী-সহ রোগীরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে৷ হাসপাতালে এভাবে সংক্রমণ বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *