doctor
কলকাতা: সন্তানের আশায় থাকেন বহু দম্পতি কিন্তু অনেকের কিছু সমস্যার জন্য স্বাভাবিক পদ্ধতিতে তা হয় না। তাই ভরসা রাখতে হয় আইভিএফ পদ্ধতিতে। কিন্তু সেই সেন্টারেও প্রতারণার শিকার দম্পতিদের একটা বড় অংশ। এই ইস্যু নিয়ে শহর কলকাতায় চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ অভিযোগ অল্প কিছুদিনের নয়, বহু দিনের। আর ঘটনায় মূল অভিযুক্ত ওই সেন্টারেরই এক চিকিৎসক।
হিন্দি ছবি ‘ভিকি ডোনার’ দেখেছেন অনেকেই। যারা দেখেছেন তারা পদ্ধতি সম্পর্কে জানেন। শহরের ওই আইভিএফ সেন্টারে মানা হত এমনই পদ্ধতি কিন্তু হালে সেখানে প্রতারণা করা হচ্ছিল। কারণ আইভিএফ সেন্টারের অভিযুক্ত ওই চিকিৎসক কোনও দাতার কাছ থেকে শুক্রাণু নেওয়ার বদলে দম্পতিদের না জানিয়ে নিজেই শুক্রাণু দিতেন। সম্প্রতি এই ধরনের কাজ সহ্য করতে না পেরে বেশ কয়েকজন চিকিৎসক ও কর্মী কাজও ছেড়ে দিয়েছেন ওই সেন্টার থেকে। তাদের মধ্যে থেকেই কেউ ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ঘটনায় তদন্ত শুরু করেছে লালবাজার। আশঙ্কা, পড়শি রাজ্যেও এই প্রতারণা চক্র ছড়াতে পারে কারণ সেই রাজ্যেও রয়েছে ওই সেন্টারের একটি বড় কেন্দ্র।