ডেঙ্গি কাড়ল প্রাণ, ২৮ বছরেই না ফেরার দেশে কলকাতার চিকিৎসক

ডেঙ্গি কাড়ল প্রাণ, ২৮ বছরেই না ফেরার দেশে কলকাতার চিকিৎসক

caf25a2594d83acbc1e4f5591ad8a325

কলকাতা: সময় যত এগোচ্ছে ডেঙ্গি নিয়ে চিন্তা কিন্তু বেড়েই চলেছে কলকাতায়। শুধু কলকাতা বললে ভুল হবে, রাজ্যের একাধিক জেলা থেকেই আক্রান্তের খবর আসছে। আর সম্প্রতি কলকাতাতে একাধিক রোগের মৃত্যু হয়েছে যা আরও উদ্বেগ বাড়িয়েছে। এবার শহরে মৃত্যু হল ২৮ বছরের এক চিকিৎসকের। শুক্রবার ভোরে শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই তরুণের বলে খবর। জানা গিয়েছে, তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি আক্রান্ত হওয়ার উল্লেখ রয়েছে।

সূত্রের খবর, কলকাতা মেডিক্যাল কলেজের এক বিভাগের চিকিৎসক ছিলেন ওই তরুণ। অতীতে কিডনি প্রতিস্থাপন হয়েছিল এই চিকিৎসকের। তার পরে ডায়াবিটিস ধরা পড়ে। এখন জানা গিয়েছে, ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরের বহু অঙ্গ বিকল হয়ে যায়। শেষমেষ সেই ধকল সামলাতে পারেননি তিনি। এই তরুণ চিকিৎসক ঢাকুরিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকের অন্ত নেই পরিবারে। তবে খবর, নিজের দেহদান করে গিয়েছেন ওই চিকিৎসক। তাই মৃতদেহ সৎকার হবে না। 

চলতি মরশুমে ইতিমধ্যেই বেশ কয়েকজনের ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেখা যাচ্ছে, শহরাঞ্চলের চেয়ে গ্রামে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। আগেই ডেঙ্গিতে আক্রান্ত বা মৃত্যুর খবর শুনে আতঙ্কিত হওয়ার বদলে নিজেদের এলাকায় চারপাশে জল যাতে না জমে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *