পোস্ট অফিসে টাকা আছে আপনার? ভোলবদল ডাকঘর কর্তৃপক্ষের!

কলকাতা: বছর শেষে রাতারাতি গ্রাহকদের বিপাকে ফেলে নয়া নীতি ঘোষণা করল পোস্ট অফিস কর্তৃপক্ষ৷ জারি হয়েছে গুচ্ছ নির্দেশ৷ বিপাকে পড়ার আগে পড়ুন বিস্তারিত প্রতিবেদন৷ ইতিমধ্যেই স্বল্প সঞ্চয়ে সুদ কমিয়েছে ডাকঘর কর্তৃপক্ষ৷ এবার আরও এক দফায় সুদ কমার ইঙ্গিত মিলেছে৷ সাধারণ গ্রাহকদের বিপাকে ফেলে ভারতীয় ডাক বিভাগ সাফ জানিয়ে দিয়েছে, এখন থেকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে

পোস্ট অফিসে টাকা আছে আপনার? ভোলবদল ডাকঘর কর্তৃপক্ষের!

কলকাতা: বছর শেষে রাতারাতি গ্রাহকদের বিপাকে ফেলে নয়া নীতি ঘোষণা করল পোস্ট অফিস কর্তৃপক্ষ৷ জারি হয়েছে গুচ্ছ নির্দেশ৷ বিপাকে পড়ার আগে পড়ুন বিস্তারিত প্রতিবেদন৷

ইতিমধ্যেই স্বল্প সঞ্চয়ে সুদ কমিয়েছে ডাকঘর কর্তৃপক্ষ৷ এবার আরও এক দফায় সুদ কমার ইঙ্গিত মিলেছে৷ সাধারণ গ্রাহকদের বিপাকে ফেলে ভারতীয় ডাক বিভাগ সাফ জানিয়ে দিয়েছে, এখন থেকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা সব সময়ের জন্য রাখতে হবে৷ ৫০০ টাকা ব্যালান্স অ্যাকাউন্টে না রাখলে বছরে ১০০ টাকা গুনাগার দিতে হবে গ্রাহকদের৷ পোস্ট অফিসে নতুন খাতা খুলতে গেলেও ৫০০ টাকা প্রথমেই জমা করাতে হবে৷

এমনকী, এনএসসি কিংবা পিপিএফের মতো স্বল্প সঞ্চয় প্রকল্পের বেশ কিছু বদল আনা হয়েছে৷ ডাকঘর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পোস্ট অফিসে সঞ্চয় খাতা খুলতে গেলে এতদিন ২০ টাকা দিতে হত৷ এখন তা বেড়ে করা হয়েছে ৫০০ টাকা৷ ৫০০ টাকা ব্যালান্স সবসময় না থাকলে ১০০ টাকা গুনাগার দিতে হবে গ্রাহকদের৷ আগে এই কোনও নিয়ম ছিল না৷ এবার তা কার্যকর হয়েছে৷দীর্ঘ দিন ধরে টাকা না থাকে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ করা যাবে না কোনও লেনদেন৷

এমনকী, চেক বই নিতে গেলে প্রথম ১০টি পাতা বিনামূল্যে পাওয়া গেলেও ১১তম পাতা থেকে দু’টাকা করে গুনতে হবে গ্রাহককে৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বছরে ৫০০ টাকা না রাখলে অ্যাকাউন্টটি নিস্ক্রিয় হয়ে যাবে৷ ওই টাকা না মেটালে অ্যাকাউন্টে কোনও লেনদেন করা যাবে না৷ এমনকী ওই অ্যাকাউন্ট থেকে কোনও ঋণও পাবেন না গ্রাহকরা৷ দিতে হবে ৫০ টাকা অতিরিক্ত গুনাগার৷ মান্থলি ইনকাম স্কিমে ১০০ টাকার বদলে ১ হাজার টাকা করা হয়েছে৷

টাইম ডিপোজিটের ক্ষেত্রে ন্যূনতম ১০০ টাকা জমা করাতেই হবে গ্রাহকদের৷ রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে ১০ টাকার বদলে ১০০ টাকা দিয়ে খুলতে হবে নতুন অ্যাকাউন্ট৷ এতদিন মাত্র ১০০ টাকায় ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কেনা যেত৷ এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার টাকা৷ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে ৫০ টাকা বা তার গুণিতকে টাকা জমা করাতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − four =