বনগাঁ: তৃণমূলের বিশ্বাসযোগ্যতা বাড়াতে এবার দলের নেতাদের বিশ্বাস না করার পূর্ণ স্বাধীনতা দিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সীমান্ত শহর বনগাঁয় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোর সাফ ঘোষণা, লোকাল নেতাদের উপর দল চলে না৷ দল চালান তাঁরাই৷
এদিন সরাসরি স্থানীয় নেতাদের উপর বিশ্বাস না রাখার বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘তৃণমূল কংগ্রেসের লোকাল কোন নেতাকে যদি আপনার বিশ্বাস না হয়, করবেন না বিশ্বাস৷ যদি মনে করেন কারও সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না, বনিবনা করবেন না৷ ছোট লোকাল নেতাকে দিয়ে দল চলে না৷ আমরা চালা দল৷ বড় দল৷ এই দল অন্যায় কিছু করতে দেবে না৷ আর যদি কেউ কিছু করে, আমরা অ্যাকশন নিই৷ এটা মনে রাখবেন, আমরা অ্যাকশন নেওয়া ছাড়া কথা বলি না৷ আমি মনে করি, মানুষের কাজ করতে গেলে মানুষকে ভালবাসতে হবে৷ মানুষের পাশে দাঁড়াতে হবে৷ সব মানুষকে আপন করে নিতে হবে৷’’
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন৷ বিরোধী শিবির বলতে শুরু করেছে, দলনেত্রী কি দলের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতেই স্থানীয় নেতাদের উপর বিশ্বাস না রাখার বার্তা দিলেন? বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে স্থানীয় নেতাকর্মীদের পরিশ্রম ভুলে তাদের উপর আস্থা না রাখার বার্তা দিচ্ছেন৷ কেন অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিচ্ছেন না৷ এভাবে অবিশ্বাসের বার্তা কি নেতাকর্মীদের মনে প্রভাব পড়বে না? প্রশ্ন তুলছেন বিরোধীদের একাংশ৷