শুভেন্দুর ‘ফ্লেক্স ছেঁড়া ঠিক হয়নি’, জানালেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু

শুভেন্দুর ‘ফ্লেক্স ছেঁড়া ঠিক হয়নি’, জানালেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: শনিবার হলদিয়ার তৃণমুলের পার্টি অফিস শুভেন্দু অনুগামীদের কাছ থেকে পুনরায় দখল নেওয়ার পর সেই অফিসে আজকে যান তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। যারা এই কাজের সাথে যুক্ত তাদের নামে এফ আই আর করা হবে বলে জানান সাংসদ । পাশাপাশি শুভেন্দুর ফ্লেক্স ছেঁড়া ঠিক হয়নি বলে মন্তব্য দিব্যেন্দুর। তিনি বলেন, “রাজনৈতিক পদক্ষেপের রাজনৈতিকভাবে মোকাবিলা করা উচিত৷ একাজ করা ঠিক হয়নি৷” তাহলে কী এবার দাদার বিরুদ্ধে মাঠে নামলেন ভাই? 

এদিন একাধিক বিষয় নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলেও তার উত্তর দিতে চাননি সাংসদ৷ সাংসদ হিসেবে শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়া নিয়েও মুখ খোলেননি দিব্যেন্দু৷ তবে এলাকায় অশান্তি প্রসঙ্গে তিনি বলেন, দলীয় কার্যালয়ের এই ভাঙচুরের ঘটনা বিক্ষিপ্ত ঘটনা৷ তিনি পুলিশকে বিষয়টি জানিয়েছেন৷ যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও জানান তিনি৷

সোমবার তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী যখন পার্টি অফিসে বসে অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলছিলেন, তখন অফিসের নিচে রীতিমতো স্লোগান দিতে থাকে তৃণমুল কর্মী সমর্থকরা। পাশাপাশি তৃণমূল  নেতৃত্বর দাবি এই অফিসটি তৃনমুল কংগ্রেসের অফিস ছিল, সেটা তৃনমুল কংগ্রেসের অফিসই থাকবে। এদিকে শনিবারই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাকে নস্যাত্ করে দিব্যেন্দু জানিয়েছিলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূল করি। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ। আগামীদিনেও থাকবো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − five =