ব্রেকিং: পুরসভা মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে, বহাল ইডি-সিবিআই তদন্ত

ব্রেকিং: পুরসভা মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে, বহাল ইডি-সিবিআই তদন্ত

615c32c5218b682b37baf2406dfa62d2

 কলকাতা: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা রাজ্যের৷ কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের আয় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ছিল শুনানি। পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন গিয়েছিল রাজ্য৷ সেখানেও এবার ধাক্কা৷ 

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরই মধ্যে এই মামলার বেঞ্চ বদল হয়৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করে আগের নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিন‌হা। এই একই মামলায় এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই  নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য। যদিও সেই মামলা গত সপ্তাহে প্রত্যাহার করা হয়৷

পুরসভার নিয়োগ দুর্নীতির কথা প্রথম সামনে আসে অয়ন শীলের গ্রেফতারির পর৷ ইডি আদালতে দাবি করেছিল, অয়নের দফতর থেকে উদ্ধার হওয়া নথিতে পুর নিয়োগে দুর্নীতির হদিশ মিলেছে। ইডি এও দাবি করে, সেইসব নথি খতিয়ে দেখে জানা গিয়েছে, রাজ্যের ৬০টি পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে। তারপরেই পৃথকভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে তা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে আসে। বেঞ্চ বদল হয়ে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখান থেকে ডিভিশন বেঞ্চে৷ কিন্তু সেখানেও ধাক্কা খেল রাজ্য৷