division bench
কলকাতা: যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে তাঁর পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সেই নির্দেশ খারিজ হয়ে গেল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বাধাহীন ভাবে কলেজে প্রবেশ করতে পারবেন তিনি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, আর কলেজে ঢুকতে পারবেন না অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা। তাঁর সঙ্গে অপসারণের নির্দেশ ছিল আরও এক অধ্যাপিকা অচিনা কুণ্ডুর। যোগ্যতা না থাকার কথা তুলেই এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তিনি এও জানিয়েছিলেন, যোগ্যতা প্রমাণ করতে পারলে ফের দুজনকেই তাঁদের পদে পুনর্বহাল করা হবে। ততদিনে অফিস তালাবন্ধ হয়ে থাকবে। কিন্তু ডিভিশন বেঞ্চ এমনটা মনে করছে না। তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় আদালত নিযুক্ত স্পেশাল অফিসার অধ্যক্ষের অফিসের তালা খুলে দেবেন। এছাড়া অক্টোবরের স্বাভাবিক বেতনও পাবেন অধ্যক্ষ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সংক্রান্ত মামলার সঙ্গে এই মামলার যোগসূত্র আছে। অভিযোগ ছিল, তিনি প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও বেশ কিছু অধ্যাপককে নিযুক্ত করেছেন৷ সেই অভিযোগের প্রেক্ষিতেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।