‘আপনার যা বক্তব্য, প্রধান বিচারপতির কাছে বলুন’! এজি-কে সাফ জানাল ডিভিশন বেঞ্চ

‘আপনার যা বক্তব্য, প্রধান বিচারপতির কাছে বলুন’! এজি-কে সাফ জানাল ডিভিশন বেঞ্চ

division bench

কলকাতা: মেডিক্যাল কলেজে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামালায় দুই বিচারপতির দ্বন্দ্বে সরগরম হাই কোর্ট চত্বর৷  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাবতীয় নির্দেশ এবং সমস্ত মন্তব্য জানিয়ে, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। এজি জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেন সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি বিচারপতি সেনের ইমপিচমেন্টের দাবি তুলেছেন। এজি’র বক্তব্য  শোনার পর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের মন্তব্য, “আপনার যা বক্তব্য, তা প্রধান বিচারপতিকে গিয়ে বলুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 10 =