কলকাতা: অনেক আগে থেকেই ইঙ্গিত মিলেছিল যে রাজ্যে আরও সাতটি জেলা বাড়তে চলেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা আভাস দিয়েছিলেন। এবার এই নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল নবান্ন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি জেলা ভাগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জেলা ভাগের সুপারিশ করার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক কাজের সুবিধার্থে আগেও বড় জেলা ভাগ করা হয়েছে। এখন আবার সাতটি জেলা ভাগ করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। কাজের সুবিধার জন্য এই জেলা ভাগের বিষয় নিয়ে বেশ ইতিবাচক মুখ্যমন্ত্রী। আগে যে’কটি জায়গা সম্পর্কে জানা গিয়েছিল সেগুলিই নতুন জেলা রূপে আত্মপ্রকাশ করতে চলেছে। রানাঘাট, বসিরহাট, বহরমপুর-কান্দি, জঙ্গিপুর, সুন্দরবন, ইছামতী ও বিষ্ণুপুর হবে নতুন জেলা। অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা ভাগ হতে চলেছে।
এই নিয়ে যে কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তাতে আছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটক। এছাড়া মুখ্যসচিব, ভূমিসচিব সহ আরও কয়েকজন। আগামী সাতদিনের মধ্যে তারা এই বিষয়ে রিপোর্ট জমা দেবেন। প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা এবং উত্তর ২৪ পরগনার ছ’টি ব্লক নিয়ে বসিরহাট জেলা হবে। অন্যদিকে বনগাঁ এবং বাগদাকে নিয়ে ইছামতি জেলা তৈরি হবে।