কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা৷ আর এই পরিস্থিতিতে রাজ্যে করোনা প্রভাবিত এলাকাভিত্তিক কনটেইনমেন্ট জোনের তালিকা প্রকাশ করল রাজ্য সরকার৷ তৃতীয় দফায় রাজ্যে আরও বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যা৷ এলাকাভিত্তিক কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন প্রতিবেদনের শেষে লিঙ্কে৷
এর আগে গত ২৭ এপ্রিল রাজ্য সরকারের প্রকাশিত তালিকা প্রকাশিত হয়৷ সেখানে কলকাতায় ২২৭টি কনটেইনমেন্ট জোন চিহ্নিত করা হয়৷ হাওড়ায় জেলায় ৫৭টি কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছিল৷ উত্তর ২৪ পরগনায় ৫৭, পূর্ব মেদিনীপুরে করোনা কনটেইনমেন্ট জোন হিসাবে ৮টি এলাকা চিহ্নিত করা হয়৷
গত চার মে দ্বিতীয় দফায় প্রকাশিত কনটেইনমেন্ট জেনের অনুপাতে আজ ৬ মে তৃতীয় দফায় আরও বেড়েছে কনটেইনমেন্ট জেনের সংখ্যা৷ কলকাতায় বেড়েছে কনটেইনমেন্ট জোনের সংখ্যা৷ কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৪টি৷ গত ২৭ এপ্রিল কলকাতায় কনটেইনমেন্ট জোন ছিল ২২৭টি৷ ৬ মে তা বেড়ে হয় ৩১৮টি৷ এবার ৬ মে তা বেড়ে হয়েছে ৩৩৪টি৷ দক্ষিণ ২৪ গরগনা জেলায় ২২টি এলাকা কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ ৬ মে ছিল দক্ষিণ ২৪ পরগনায় ছিল ১টি কনটেইনমেন্ট জোন৷ উত্তর ২৪ পরগনায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫টি৷ ২৭ এপ্রিল উত্তর ২৪ পরগনায় ৫৭টি থেকে বেড়ে ৬ মে তা দাঁড়িয়ায় ৮১টি৷ বেড়েছে আরও ৪টি কনটেইনমেন্ট জোন৷ মালদহ, হাওড়া, নদীয়া জেলায় কনটেইনমেন্ট বাড়েনি৷ মালদহে ৩টি, হাওড়ায় ৫৭টি, নদীয়াতে দুটি এলাকা কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত রয়েছে৷
দেখুন রাজ্য সরকারের প্রকাশিত ১৩ জেলার কনটেইনমেন্ট জোনের পূর্ণাঙ্গ তালিকা৷ নিচে দেওয়া হয়েছে জেলাভিত্তিক লিঙ্ক৷ ওই লিঙ্কে ক্লিক কলেই একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে৷ সেখান থেকে দেখে নিতে পারবেন পূর্ণাঙ্গ তালিকা৷
কলকাতায় কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন এই লিঙ্কে-https://wb.gov.in/Containment_zone/Kolkata.pdf
হাওড়া জেলার কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন এই লিঙ্কে-https://wb.gov.in/Containment_zone/Howrah.pdf
দক্ষিণ ২৪ পরগনা জেলার কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন এই লিঙ্কে- https://wb.gov.in/Containment_zone/South_24_Pgs.pdf
উত্তর ২৪ পরগনা জেলার কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন এই লিঙ্কে-https://wb.gov.in/Containment_zone/North_24_Pgs.pdf
হুগলি জেলার কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন এই লিঙ্কে-https://wb.gov.in/Containment_zone/Hooghly.pdf
নদীয়া জেলার কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন এই লিঙ্কে-https://wb.gov.in/Containment_zone/Nadia.pdf
পূর্ব মেদিনীপুর জেলার কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন এই লিঙ্কে- https://wb.gov.in/Containment_zone/Purba_Medinipur.pdf
পশ্চিম মেদিনীপুর জেলার কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন এই লিঙ্কে-https://wb.gov.in/Containment_zone/Paschim_Medinipur.pdf
পূর্ব বর্ধমান জেলার কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন এই লিঙ্কে-https://wb.gov.in/Containment_zone/Purba_Bardhaman.pdf
মালদহ জেলার কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন এই লিঙ্কে-https://wb.gov.in/Containment_zone/Malda.pdf
জলপাইগুড়ি জেলার কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন এই লিঙ্কে-https://wb.gov.in/Containment_zone/Jalpaiguri.pdf
দার্জিলিং জেলার কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন এই লিঙ্কে-https://wb.gov.in/Containment_zone/Darjeeling.pdf
কালিম্পং জেলার কনটেইনমেন্ট জোনের তালিকা দেখুন এই লিঙ্কে-https://wb.gov.in/Containment_zone/Kalimpong.pdf