বিতরণ শুরু, প্রথম পর্যায়ে ১৭৩ জন পেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড

বিতরণ শুরু, প্রথম পর্যায়ে ১৭৩ জন পেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড

b77bb992840367f619f519f50222565d

কলকাতা: ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য ঋণ পেতে রাজ্য সরকার আজ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ শুরু করেছে। প্রথম পর্যায়ে আজ রাজ্যের বিভিন্ন জেলার ১৭৩ জন পড়ুয়ার হাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে এই কার্ড তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ৩৬ জন এবং দক্ষিণবঙ্গে ১৩৭ জন ছাত্র ছাত্রী রয়েছেন। উত্তরবঙ্গের মালদায় সবচেয়ে বেশি ১১ জন এবং দক্ষিণবঙ্গের হুগলি জেলায় ৩৮ জন ছাত্র-ছাত্রীর হাতে কার্ড তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এই কার্ড দিয়ে পড়াশোনার জন্য বছরে ৪ শতাংশ সুদে সমবায় ব্যাংকের মাধ্যমে তারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। সেই জন্যে রাজ্য সরকার গ্যারান্টার থাকবে। ১৫ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ছাত্রছাত্রীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্যই এই প্রকল্প নিয়ে আসা হয়েছে৷ সন্তানদের উচ্চশিক্ষার জন্য আর চিন্তা করতে হবে না অভিভাবকদের৷ রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে৷ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে৷ এই টাকা স্নাতক, স্নাতকোত্তর, পেশা ভিত্তিক কোর্স, ডিপ্লোমা, গবেষণারত ছাত্রছাত্রীদের খরচের জন্য দেওয়া হবে৷ 

আরও পড়ুন- এবারে ভূতের আতঙ্ক খাস মালদহ মেডিকেল কলেজে

মুখ্যমন্ত্রী জানান, যাঁরা রাজ্যের বাসিন্দা, অন্তত ১০ বছর পশ্চিমবঙ্গে বসবাস করেছেন তাঁরা সকলেই স্নাতক, স্নাতকোত্তর থেকে পেশাদারী বা ডিপ্লোমা কোর্স, ডক্টরাল ও পোস্ট ডক্টরাল কোর্সের জন্য ভারতে বা বিদেশে স্বীকৃত কোনও প্রতিষ্ঠানে এই প্রকল্পের সুবিধা পাবে৷ ৪০ বছয় বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ডের সুবিধা মিলবে৷ চাকরি পাওয়ার এক বছর পর এই লোন পরিষোধ করা শুরু করতে হবে৷ তিনি আরও জানান, রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে এই ঋণ পাওয়া যাবে৷ ব্যাঙ্কিং সেক্টর থেকেও পাওয়া যাবে৷ আবেদন করতে হবে অনলাইনে৷ কোর্স চলাকালীন যে কোনও সময় আবেদন করা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *