ভোটের মুখে টাকা বিলি, অস্ত্রসহ ধৃত বিজেপির ৯ নেতা

আরামবাগ: ভোটের মুখে গোঘাটে টাকা বিলির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। টাকা বিলির প্রতিবাদ করলে বিজেপির লোকজন তৃণমূল কর্মীদের মারধর ও দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় পুলিস আগ্নেয়াস্ত্র সহ নয় বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের ব্যবহৃত গাড়ি থেকে ৪লক্ষ ২১হাজার ৫০০টাকা ও দু’টি গুলি সহ আগ্রেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় এলাকায়

69ab9de79099f3f6dca47032c4a1f1bd

ভোটের মুখে টাকা বিলি, অস্ত্রসহ ধৃত বিজেপির ৯ নেতা

আরামবাগ: ভোটের মুখে গোঘাটে টাকা বিলির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। টাকা বিলির প্রতিবাদ করলে বিজেপির লোকজন তৃণমূল কর্মীদের মারধর ও দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় পুলিস আগ্নেয়াস্ত্র সহ নয় বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের ব্যবহৃত গাড়ি থেকে ৪লক্ষ ২১হাজার ৫০০টাকা ও দু’টি গুলি সহ আগ্রেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার রাতের এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আরামবাগের এসডিপিও কৃশানু রায়ের নেতৃত্বে সেখানে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধৃতদের অধিকাংশের বাড়ি আরামবাগ থানা এলাকায়। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তেলিগ্রামেরই বাসিন্দা বিমান ঘোষের বিরুদ্ধেও তৃণমূল অভিযোগ করেছে। এসডিপিও বলেন, ঘটনার তদন্ত চলছে।

বিজেপির সভাপতি বিমানবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, নিরাপত্তার কারণে প্রতিদিন রাতে দলের কর্মীরা আমাকে বাড়িতে পৌঁছতে যান। বৃহস্পতিবার রাতেও গিয়েছিলেন। আমাকে বাড়ি পৌঁছে দিয়ে ফেরার সময় তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের দলের কর্মীদের উপর চড়াও হয়। ওরা নিজেরাই ওদের পার্টি অফিস ভেঙে আমাদের নাম মিথ্যা মামলা দিয়েছে। এমনকী, অস্ত্র মামলায় জড়িয়েছে। টাকা উদ্ধারের প্রসঙ্গে বিমানবাবু বলেন, নির্বাচনের কাজে টাকার প্রয়োজন হয়। তাই ওই টাকা গাড়িতে ছিল। তবে ভোটারদের টাকা বিলির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *