বারাকপুর: শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার নিয়ে ছাত্রছাত্রীদের করা আন্দোলন নিয়ে উষ্মা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার পানিহাটি বালিকা বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ছাত্রছাত্রীদের পড়াশুনা করার জন্য মেধার ভিত্তিতে স্কলারশিপ দেওয়া হয়। আর যারা অর্থাভাবে পড়তে পারে না তাদের স্টাইপেন্ড দেওয়া হয়। বইও দেওয়া হয়। বিনা পয়সায় আর কী কী দিলে ছাত্রছাত্রীরা শুধু উপস্থিতির হারের জন্য আন্দোলন করবে না। পরে, এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার নিয়ে আমরা কিছু করতে পারি না। কারণ, কলেজগুলিতে নিজস্ব পরিচালন সমিতি রয়েছে। পঠনপাঠন ও পরিকাঠামোর উন্নতির জন্য তারা নানা ধরনের পদক্ষেপ নিতে পারে। তবে, পঠনপাঠনের উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই সিলেবাস পরিবর্তন সহ অনেক কিছু করেছি।
শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার নিয়ে অসন্তুষ্ট পার্থ
বারাকপুর: শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার নিয়ে ছাত্রছাত্রীদের করা আন্দোলন নিয়ে উষ্মা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার পানিহাটি বালিকা বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ছাত্রছাত্রীদের পড়াশুনা করার জন্য মেধার ভিত্তিতে স্কলারশিপ দেওয়া হয়। আর যারা অর্থাভাবে পড়তে পারে না তাদের স্টাইপেন্ড দেওয়া হয়। বইও দেওয়া হয়। বিনা পয়সায় আর