নির্দেশ না মানলে কোয়রান্টিনে পাঠানো হবে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর জারি বিজ্ঞপ্তি

নির্দেশ না মানলে কোয়রান্টিনে পাঠানো হবে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর জারি বিজ্ঞপ্তি

 

কলকাতা: বিদেশ থেকে ফিরলে বাধ্যতামূলক হবে হোম কোয়ারেন্টিন৷ আমেরিকা, ইউরোপ ফেরত যাত্রীদের ওপর থাকবে বিশেষ নজরদারি৷ অন্তত ১৪ দিনের জন্য বাধ্যতামূলক ভাবে গৃহবন্দি থাকার পরামর্শ৷ রাজ্যের প্রশাসন ও সরকারি নির্দেশিকা না হলে নেওয়ার হবে আইনি ব্যবস্থা৷ জোর করে পাঠানো হবে সরকারি হোম কোয়ারেন্টিন৷ মহামারি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ এই মর্মে সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে৷ অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন৷ রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৯ জন৷ রাজ্যে বাড়িতে নজরদারিতে আছেন ১৯৯০২ জন৷ নতুন করে বাড়িতে নজরদারিতে রয়েছেন ১১২৮ জন৷  

যদিও, আজ নবান্ন থেকে এই বিদেশ ফেরতদের বাধ্যতামূলক ভাবে হোম কোয়ারেন্টিনে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিদেশফেরত সকলক যাত্রীদের স্বেচ্ছায় কোয়রান্টিনে যেতেও আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কলকাতা পুলিশের তরফে বিশেষ একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে৷ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে জানানো হচ্ছে, যাঁরা সদ্য বিদেশ থেকে ফিরেছেন, সে ব্রিটেন থেকে হোক কিংবা আমেরিকা, ইউরোপ৷ তাঁরা যেন অন্তত ১৪ দিন পর্যন্ত গৃহ পর্যবেক্ষণে থাকেন৷ কেননা, করোনা রুখতে এটাই একমাত্র উপায়৷ যাঁরা সামাজিক দূরত্ব বজায় না রাখবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থানেওয়া হবে৷ মহামারি আইন অনুযায়ী রাজ্য প্রশাসন কোয়রান্টিনে রাখতে বাধ্য হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − eight =