কলকতা: আর কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী৷ ৫০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়তে চলেছে দক্ষিণের পাঁচ জেলায়৷ সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ ইতিমধ্যেই আজ সোমবার ও মঙ্গলবার রাজ্যজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর৷
হাওয়া অফিস জানিয়েছে, আজ ঘণ্টা সন্ধ্যার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ঝড়ের পূর্বাভাস তৈরি হয়েছে৷ সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তে জেরে কালবৈশাখীর পূর্বাভাস জারি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
পূর্বাভাস মিনিয়ে ইতিমধ্যেই পুরুলিয়া জেলাজুড়ে ঘেম জমতে শুরু করেছে৷ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও তা ছড়িয়ে পড়েছে৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যে ঝড়বৃষ্টি শুরু হবে ঝাড়গ্রাম সহ বাঁকুড়া ও বর্ধমানে ঝড় আসছে৷
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সময়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটারের বেশি হলে আবহাওয়াগত বিচারে সেটিকে কালবৈশাখী বলা হয়। চলতি সপ্তাহের গোড়ায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছিল।
বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঢোকার পরিমাণ বেড়ে গিয়েছে। এই কারণে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ভ্যাপসা গরম হচ্ছে। বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার অন্যতম শর্তই হল বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি। উচ্চচাপ বলয় বা বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে এটা হয়।