কলকাতা: পশ্চিমি ঝঞ্ঝার জেরে সোম-মঙ্গলবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে৷ আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার হালকা বৃষ্টি হলেও মঙ্গলবার তার দাপট কিছুটা বাড়তে পারে৷ বুধবারও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও বৃষ্টির জন্য বিশেষ বাড়তেও পারবে না। ফলে আগামি সপ্তাহেও বেশ আরামদায়ক পরিস্থিতি থাকবে।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির নীচে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে টানা দিনকয়েকের বৃষ্টিতে সর্বোচ্চ, সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি চলে এসেছিল। ফের উত্তুরে হাওয়া বইছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সেই হাওয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা নেমে গিয়েছে। কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।