কলকাতা: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকছে বলে বুধবার আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে। এদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্য কোথাও ঝড়-বৃষ্টি হয়নি। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সকাল থেকে আংশিক মেঘলা ছিল।
মেঘের জন্য সূর্যের প্রখর তাপ ছিল না। এতে গরমের মাত্রা কমেছে। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছাড়িয়েছিল। বুধবার তা কমে ৩৬ ডিগ্রিতে চলে আসে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। এদিন তা কমে ৩৬ ডিগ্রির আশপাশে চলে এসেছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল, তার প্রান্তের অংশ কলকাতা ও সংলগ্ন এলাকার উপর চলে আসে। এতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হয়েছিল। কিন্তু ওই হালকা মেঘ থেকে ঝড়-বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি ছিল না।
তবে আগামী দুই-তিনদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি আছে। বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। পূর্ব ঝাড়খণ্ড থেকে ওড়িশা হয়ে ছত্তিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই পরিস্থিতিতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। ঝড়-বৃষ্টি হওয়ার নির্দিষ্ট পূর্বাভাস কয়েক ঘণ্টা আগে আবহাওয়া দপ্তর জারি করে। মঙ্গলবার রাতের দিকে পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদে ভালো বৃষ্টি হয়। কলকাতার কিছু এলাকাতে হালকা বৃষ্টি হয় মঙ্গলবার রাতে।