ধেয়ে আসছে দুর্যোগ! চলবে টানা ৩ দিন, পূর্বভাস হাওয়া অফিসের

কলকাতা: ধেয়ে আসছে দুর্যোগ৷ আগামী কাল থেকে ঝড়বৃষ্টির পর্বাভাস আলিপুর হওয়া অফিসের৷ আগামী ৩ দিন বাংলাজুড়ে ঝড়-বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হতে চলেছে টানা বৃষ্টি। এমনকী কোথাও কোথাও হতে পারে শিলা বৃষ্টিও। কাল ও পরশু কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তিনদিনই

ধেয়ে আসছে দুর্যোগ! চলবে টানা ৩ দিন, পূর্বভাস হাওয়া অফিসের

কলকাতা: ধেয়ে আসছে দুর্যোগ৷ আগামী কাল থেকে ঝড়বৃষ্টির পর্বাভাস আলিপুর হওয়া অফিসের৷ আগামী ৩ দিন বাংলাজুড়ে ঝড়-বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হতে চলেছে টানা বৃষ্টি। এমনকী কোথাও কোথাও হতে পারে শিলা বৃষ্টিও।

কাল ও পরশু কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তিনদিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি কালবৈশাখীও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর৷ বৃষ্টির জেরে আগামী ক’দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা খানিকটা কমবে বলেই মনে করা হচ্ছে।

বসন্তের অনেকখানি জুড়ে শীতের মেজাজ ধরে রেখেছিল প্রকৃতি। তা বলে যে গ্রীষ্ম স্বমূর্তি ধারণ করবে না, তেমন কথা কি কেউ বলেছে? কেউ যখন বলেনি, তখন কোনও বাধা নেই। বাংলা নতুন বছরের শুরুর দিনেই জোরালো ব্যাটিং গ্রীষ্মের। যার জেরে নাভিশ্বাস শহরবাসীর। ভোর থেকে টেনেটুনে ১১টা-সাড়ে ১১টা পর্যন্ত রাস্তাঘাটে লোকজনের দেখা মিললেও তারপরে প্রবল রোদ্দুর আর ঘামের জেরে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোননি কেউ। এমনকী, ভোট প্রার্থীরাও প্রচার সেরে তড়িঘড়ি পার্টি অফিসে ঢুকে পড়েছেন।  গ্রীষ্মের ব্যাটিং থামিয়ে এবার ঝড়-বৃষ্টির পূর্বাভাবে মিলতে পারে কিছুটা স্বস্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − fourteen =