রেমাল এফেক্ট! রাতভর বৃষ্টিতে হাঁটুজল শহরে, উপড়াল গাছ, ছিড়ল বিদ্যুতের তার

কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের দাপটে রাতভর বৃষ্টিতে ভিজল শহর কলকাতা৷ বিদ্যুতের তার ছিঁড়ে, খুঁটি উপড়ে বিপর্যস্ত শহরের একাংশ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার দুপুর পর্যন্ত কলকাতা ও…

weather forecasts বৃষ্টি

কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের দাপটে রাতভর বৃষ্টিতে ভিজল শহর কলকাতা৷ বিদ্যুতের তার ছিঁড়ে, খুঁটি উপড়ে বিপর্যস্ত শহরের একাংশ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার দুপুর পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে দুর্যোগ চলতে পারে। শীঘ্রই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে বলে আশ্বস্ত করেছে পুরসভা৷

 

রাতভর বৃষ্টির জেরে হাঁটুজল জমেছে কলকাতার পার্কসার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর-সহ বিভিন্ন জায়গায়। বহু জায়গায় গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ রাস্তাঘাট। বিদ্যুতের তার ছিঁড়ে ও খুঁটি উপড়ে বিভিন্ন জায়গা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, “কিছু কিছু জায়গায় ট্রান্সফরমার উড়ে গিয়েছে। দ্রুত পরিস্থতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’’

 

সোমবার সকাল থেকেই আকাশ কালো৷ অবিরাম বৃষ্টি হচ্ছে৷ তবে সেই অর্থে কলকাতায় ঝড়ের দাপট দেখা যায়নি। তবে ঝোড়ো হাওয়া বইছে ফ্রেজারগঞ্জ ও বকখালির উপর দিয়ে। প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে সুন্দরবনেও। বিপর্যস্ত সাগরদ্বীপ৷  সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া ও মুর্শিদাবাদে৷ সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমানে৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *