কলকাতা: করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে মানুষকে৷ বহু মানুষকে কাজ হারাতে হয়েছে৷ বহু মানুষের উপার্জন কমে গিয়েছে৷ এই অবস্থায় আরও একবার মানবিক রাজ্য সরকার৷ সাধারণ মানুষের সমস্যা মেটাতে রাজ্যের প্রতিটি জেলায় বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি পৌঁছে দেওয়া হল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷
আরও পড়ুন- করোনার দাপটে ফিঁকে মাদার টেরিজার জন্মোৎসবও, অনলাইনেই শ্রদ্ধা সন্তকে
এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, তাই রাজ্যে আজ, বুধবার ৩৯ লক্ষ উপভোক্তার ব্যাঙ্কে সরাসরি টাকা পাঠানো হয়েছে৷ সরকারি প্রকল্পের আওতায় মোট ১ হাজার ৮৮২ কোটি টাকা পাঠানো হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ সরাসরি সরাকরি প্রকল্পের টাকা প্রতিটি জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিলাম৷ এটি একটি অভূতপূর্ব ও ঐতিহাসিক ঘটনা৷’’
আরও পড়ুন- স্থগিত হোক পরীক্ষা, জোট বেঁধে মামলার প্রস্তাব মুখ্যমন্ত্রীর, তুললেন কেন্দ্রীয় বঞ্চনা
পশ্চিমবঙ্গের ২৩টি জেলাতেই টাকা পাঠানো হয়েছে৷ আজ যে সকল প্রকল্পের সুবিধা দেওয়া হল তার মধ্যে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, সামাজিক সুরক্ষা যোজনা, কৃষক বন্ধু, আম্পান বিপর্যয়ের ত্রাণ, জয়বাংলা প্রকল্পে বার্ধক্য ভাতা, তপশিলি বন্ধু ও আদিবসীদের বার্ধত্য ভাতা, জয়জহর এবং জয় বাংলা৷ এছাড়াও সংখ্যালঘু মানুষ ও অন্যান্য যাঁরা পেনসন পান, তাঁদের সমস্ত সুযোগ-সুবিধে সহ আজ টাকা দিয়ে দেওয়া হল৷ ৩৯ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে৷
এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে একসঙ্গে ১২ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে৷ মুখ্যসচিব, অর্থ দফতর, কৃষি দফতর এবং অন্যান্য দফতর উদ্যোগ নিয়ে এই কাজ সফল হয়েছে৷ এর জন্য গতকাল প্রথম পুরস্কার পেয়েছে বাংলা৷ বাকি ৮ লক্ষ কিষাণ কার্ডও শীঘ্রই দেওয়া হবে বলেও জানান তিনি৷ যাতে ১০০ শতাংশ কাজ সম্পন্ন হয়৷