হাওড়া: সব রাজনৈতিক দলই শনিবার পঞ্চায়েত ভোটের আবহে আক্রান্ত হয়েছে। জেলায় জেলায় বহু হিংসার ঘটনা ঘটেছে এবং হয়েছে মৃত্যুও। আজকের ভোট পর্বের শেষ লগ্নে এসে আক্রান্ত হলেন সিপিএমের যুবনেত্রী দীপ্সিতা ধর। তাঁর মাকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। প্রসঙ্গত, এবার হাওড়ায় ৪১ নম্বর জেলা পরিষদে সিপিএম প্রার্থী হয়েছেন দীপ্সিতার মা। তাঁর চশমা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
হাওড়ার বালির নিশ্চিন্দার ঘোষপাড়া হাইস্কুলে ভোট চলাকালীন এই ঘটনা ঘটে বলে দাবি সিপিএমের। দীপ্সিতা ধরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, তাদের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করা হচ্ছে। এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। কিন্তু ঠিক কী অভিযোগ করছে সিপিএম? বামেদের বক্তব্য, বালি ঘোষপাড়া বালিকা বিদ্যাপীঠে অবাধ ছাপ্পা ভোট হচ্ছিল। এই খবর পেয়ে দ্রুত ওই এলাকায় যান দীপ্সিতা। তারপরই তাঁকে ঘিরে ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপর চলে বেধড়ক মার। রাস্তায় ফেলে তাঁকে মারা হয়েছে বলে দাবি করছে সিপিএম। এখানেই শেষ নয়, সিপিএম প্রার্থী তথা দীপ্সিতার মা দীপিকা ধরকেও হেনস্থা করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাঁকে চড়ও মারা হয় বলে জানানো হয়েছে।