তিন দশক ধরে ‘ডিপ্লোমা চিকিৎসক’ আছে বাংলাতেই!

তিন দশক ধরে ‘ডিপ্লোমা চিকিৎসক’ আছে বাংলাতেই!

কলকাতা: ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স চালু করার পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে আপাতত ব্যাপক সমালোচনা চলছে। কিন্তু এই ইস্যুতেই একটি বড় তথ্য সামনে এসেছে যা চমকে দেওয়ার মতো। জানা গিয়েছে, সাড়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স করে ৩০০ জনেরও বেশি চিকিৎসক এই মুহূর্তে কাজ করছেন রাজ্যের স্বাস্থ্য দফতরে! তারা সকলেই বাম জমানার। সুতরাং এখন যে বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, অতীতে রাজ্যেই এমন কাজ হয়েছে যার প্রভাব বর্তমানেও আছে। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বহু ডিপ্লোমা পাশ চিকিৎসক বাম জমানায় নিয়োগ পেয়েছেন। মোট ৩১১ জন সরকার অনুমোদিত সাড়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স করেছিলেন সেই সময়ে। এঁদের মধ্যে অনেকেই ডাক্তার পরিচয় পেতে অসুবিধা হওয়ায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন। এছাড়া আরও সাড়ে চার বছরের কোর্স যারা করেছেন তারা অ্যাডিশনাল মেডিক্যাল অফিসার পদ পেয়েছেন। কিন্তু যারা ওই ডিপ্লোমা করেছিলেন তারাই এত বছর ধরে গ্রামীণ এলাকায় চিকিৎসা দিয়ে আসছেন বলে জানা গিয়েছে।