‘সত্যিকারের নেতা’ কে? জানিয়ে দিলেন তৃণমূলত্যাগী দীনেশ!

‘সত্যিকারের নেতা’ কে? জানিয়ে দিলেন তৃণমূলত্যাগী দীনেশ!

কলকাতা: রাজ্যসভা থেকে তৃণমূলের সাংসদ পদ থেকে আচমকাই দিয়েছিলেন ইস্তফা৷ সেদিন তাঁর মুখে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা৷ আজ ফের মোদীর প্রশংসায় ফের পঞ্চমুখ প্রাক্তন সাংসদ দীনেশ ত্রীবেদী৷ নরেন্দ্র মোদীর করোনার ভ্যাকসিন নেওয়ার ছবি টুইট করে দিনেশের বার্তা, ‘ট্রু লিডার’৷ টুইটে তিনি লেখেন, “একজন সত্যিকারের নেতা, যে সামনে থেকে লড়াই করেন৷ একেই বলে আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস৷’’ দীনেশ ত্রিবেদীর এই টুইটের পর তাঁর বিজেপিতে যোগদান যে শুধুমাত্র সময়ের অপেক্ষা এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

সোমবার সকালে দিল্লির এইমসে টিকা নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই ছবিই এদিন রিটুইট করেন দীনেশ ত্রিবেদী৷ রাজ্যসভায় নাটকীয় ভাবে ইস্তফা দেওয়ার পরেই জল্পনা শুরু হয় দীনেশকে নিয়ে৷ জল্পনা শুরু হয় তাহলে কী শুভেন্দু-রাজীবের পথে হাঁটবেন তিনি৷ অন্তত আজ তাঁর এই পোস্টের পর তা নিশ্চিত ধরে নিচ্ছেন অনেকে৷ জল্পনা আরও রয়েছে রাজ্যসভার নির্বাচনে গুজরাত থেকে কি ফের জিতিয়ে আনা হবে দীনেশকে? সেই কারণেই কি এখনও ওই রাজ্যে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেননি নরেন্দ্র মোদী-অমিত শাহেরা। এরই মধ্যে মোদীর টিকা নেওয়ার পর দিনেশের এই টুইট। 

 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীনেশ ত্রিবেদী জাতীয় রাজনীতিতে নিজের ছাপ রেখেছেন৷ বেশ কয়েকবার করেছেন দলবদল৷ তাই তাঁর মতো বর্ষীয়ান নেতাকে বিজেপিতে পেতে তৎপর হয়ে উঠেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। একইসঙ্গে বাংলার নির্বাচনের প্রচারেও দীনেশকে ব্যবহার করার ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের৷ এখন দেখা যাক কবে বিজেপিতে যোগ দেন দীনেশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =