কলকাতা: সোমবার সন্ধ্যায় আচামকাই ধাক্কা৷ বিজেপি’র অন্দরে রদ বদলে পদ খোয়ান দিলীপ ঘোষ৷ তাঁর জায়গায় রাজ্য বিজেপি সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয় বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে৷ এদিকে পদ হারিয়েও লড়াইয়ের বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ৷ দিলেন সংগঠনকে দৃঢ় করার বার্তা৷
আরও পড়ুন- বৃষ্টির হাত থেকে রেহাই নয়, জোড়া বিপদের ‘ভ্রুকুটি’তে পুজোর আগে দুর্যোগের ইঙ্গিত
রোজকার মতোই এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ৷ সেই সময়ই বলেন, উত্তরবঙ্গের মুখ হিসাবে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করা হয়েছে৷ উত্তরে রয়েছে সুকান্ত আর দক্ষিণে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ উত্তর আর দক্ষিণের মধ্যে এই ভারসাম্যই দলকে আরও মজবুত করে তুলবে৷ একুশের বিধানসভা নির্বাচন ছিল চ্যালেঞ্জ৷ তাতে আমরা অর্ধেক সফল হয়েছি৷ পরের বার নতুন স্ট্র্যাটেজি নিয়ে ফেল লড়াইয়ে নামব৷
উল্লেখ্য, রাজ্য বিজেপি সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ আর বেশিদিন ছিল না৷ নেতৃত্বে পরিবর্তন আনতে বেশ কিছু নাম সুপারিশ করেছিলেন তিনি৷ সেখানে সুকান্ত মজুমদারের নামও ছিল৷ দল পরিচালনায় নয়া রাজ্য সভাপতিকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি৷
আরও পড়ুন- বাবুল বেরোতেই ঢুকলেন প্রশান্ত! নবান্নে ‘সারপ্রাইজিং’ বৈঠক মমতার
এদিকে রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে তাঁকে৷ তিনি এখন থেকে সর্বভারতীয় সহ-সভাপতি৷ রাজ্য সভাপতি পদে আগামী ডিসেম্বর পর্যন্ত থাকার কথা ছিল দিলীপের৷ কিন্তু, ৩ মাস আগেই দিলীপকে অপসারিত করলেন নাড্ডা৷ তবে, পদ খোয়ালেও দলে নিজের গোষ্ঠীর প্রভাব অটুট রাখতে পারবেন দিলীপ ঘোষ৷ পর্যবেক্ষক মহলের মতে, দিলীপ ঘোষ, নতুন সভাপতি সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ৷ ফলে, দলে তাঁর প্রভাব একই থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যেই, নতুন সভাপতিকে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ৷