কলকাতা: প্রতিদিনের মতো বুধবারও নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে মুকুল রায় সম্পর্কে দিলীপ ঘোষ ঠিক সেই কথাটাই বলেছেন, যেটা মুকুল রায়ের তৃণমূলে যোগদানের দিন শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে৷ স্বভাবতই, বাড়ছে জল্পনা৷
এদিন মুকুল রায় প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপবাবু প্রথমে বলেন, ‘মুকুল রায় বিধানসভা এড়িয়ে যাচ্ছেন। যাওয়ার মুখ নেই। তাই এড়িয়ে যাচ্ছেন। মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা আইনি পথে যাব৷’’ পরক্ষণেই বলেছেন, ‘‘উনি কোনও চাপে পড়ে তৃণমূলে গিয়েছেন।’’ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এহেন পরস্পর বিরোধী মন্তব্য নিয়ে দলের অন্দরেই উঠতে শুরু করেছে প্রশ্ন৷ একাংশের মতে, বর্তমান টাফ সিচ্যুয়েশনে দিলীপবাবুর কিছু লুসটকের জন্য বহু পরিস্থিতি অকারণে জটিল হয়ে যাচ্ছে৷ বাড়ছে দলের বিড়ম্বনা৷
অপর অংশের মতে, ‘চাপে পড়ে বিজেপিতে গিয়েছেন’ বলার অর্থ দলের নিচুতলার কর্মীদের মনোবল ভেঙে দেওয়া৷ এখনও যাঁরা শাসকের চাপের মুখে দাঁড়িয়ে সংগঠনটা করছেন তাঁরাও বাধ্য হবেন দল বদলাতে৷ প্রসঙ্গত, মাস দু’য়েক আগে রায় সাহেব শিবির বদলানোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ‘‘মুকুলকে ভয় দেখানো হয়েছিল৷ তাই ও চাপে পড়ে বিজেপিতে গিয়েছিল৷’’
দলের প্রথমসারির এক নেতার কথায়, ‘‘আমরা প্রথম থেকে বলছি, মুকুল রায় গদ্দারি করেছে৷ আর এখন রাজ্য সভাপতি যদি বলেন, উনি চাপে পড়ে তৃণমূলে গিয়েছেন, তাহলে পুরো অর্থটা বদলে যায় না!’’ যদিও এবিষয়ে দিলীপবাবুর কোনও প্রতিক্রিয়া পরে আর পাওয়া যায়নি৷