অভিষেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দিলীপের, তুঙ্গে বিতর্ক

অভিষেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দিলীপের, তুঙ্গে বিতর্ক

কলকাতা: এবার খোদ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ আদালত সূত্রে খবর, সোমবার ব্যাঙ্কশাল আদালতে এই মামলা দায়ের হয়েছে৷

গত ২৯ নভেম্বর ডায়মন্ড হারবারের জনসভা থেকে দিলীপ ঘোষকে ‘গুন্ডা’, ‘মাফিয়া’ বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর আগে তৃণমূল সাংসদ অভিষেককে আইনি নোটিস পাঠান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ৷ গত মাসে পাঠানো আইনি নোটিসে ৩ দিনের মধ্যে তৃণমূল সাংসদের মন্তব্য ফিরিয়ে নেওয়ার আর্জি জানানো হয়৷ জনপ্রতিনিধিদের বক্তব্যে আরও সাবধান হওয়া কথা মনে করিয়ে দেন মেদিনীপুরের বিজেপি সাংসদ৷

গত মাসের শেষের দিকে ডায়মন্ডহারবারে প্রকাশ্য জনসভায় দিলীপকে ‘গুন্ডা’ ও ‘মাফিয়া’ বলে কটাক্ষ করেন  অভিষেক৷ তাঁর ওই মন্তব্যে আইনি নোটিস পাঠান দিলীপ৷ শুধু দিলীপ নন, প্রকাশ্য সভামঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কেও ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেন তৃণমূল যুব সভাপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 2 =