ফের ‘দুধে সোনা তত্ত্ব’ দিলীপের! বললেন, যে দুধই খায়নি সে কি করে বুঝবে সোনা না রুপো?

ফের ‘দুধে সোনা তত্ত্ব’ দিলীপের! বললেন, যে দুধই খায়নি সে কি করে বুঝবে সোনা না রুপো?

কলকাতা:  বেশ কিছু দিন আগে এক অদ্ভূত তত্ত্ব খাঁড়া করে বিতর্কের ঝড় তুলেছিলেন দিলীপ ঘোষ৷ বলেছিলেন, গরুর দুধে সোনা পাওয়া যায়৷ এদিন ফেরে খুঁচিয়ে তুললেন ‘দুধে সোনা’ তত্ত্ব৷ নিজের পুরনো বক্তব্যে অনড় থেকে রাজ্য বিজেপি সভাপতি বললেন, ‘যে কোনও দিনই দুধই খায়নি, সে সোনা বা রুপো বুঝবে কী করে?’ 

আরও পড়ুন- অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রতারণা চক্র! পুলিশের জালে কলকাতার ৩

এদিন সাংবাদিক বৈঠকে দিলীপবাবু বলেন, ‘‘আমরা দেখি কলকাতা ও আশেপাশে গরু প্রায় নেই৷ গো পালন প্রায় উঠেই গিয়েছে৷ এটা খুবই খারাপ কথা৷ প্যাকেটের দুধ তো দুধই নয়৷ সেটাই সবাই খাবে৷ অথচ গরুর দুধ খাবে না৷ আমি বলেছিলাম দুধে সোনাও পাওয়া যায়৷ তাতে আমাদের সোনার ছেলে খুব ক্ষেপে গিয়েছিল৷ যে কোনও দিন দুধই খায়নি, সে সোনা বা রুপো বুঝবে কী করে? ’’

তাঁর কথায়, জেলাগুলিতে গো-পালন প্রায় হয়ই না৷ আমরা প্যাকেট দুধ খাচ্ছি৷ অথচ গরুর দুধ খাচ্ছি না৷ এদিন দিলীপ ঘোষ নিজের অবস্থান স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, গরুর দুধে সোনা পাওয়া যায় তিনি নিশ্চিত৷ কিন্তু যাঁরা দুধ খায়নি তাঁরা সেটা বুঝবে না৷ অর্থাৎ তাঁর বিরোধীতায় যাঁরা সোচ্চার তাঁরা দুধের মর্ম বোঝেন না৷ 

আরও পড়ুন- ‘বঙ্গভঙ্গ’ দাবির আবহেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী! জোর রাজনৈতিক জল্পনা

এ প্রসঙ্গে বিশিষ্ট প্রাণিবিদ সুজয় ঘোষ বলেন, গরুর দুধের উপাদান সম্পর্কে ছোট থেকেই ছেলেমেয়ারা পড়াশোনা করে৷ গরুর দুধ একটি সুষম খাদ্য৷ সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের অভিনব ও অবৈজ্ঞানিক কথাবার্তা দায়িত্বপূর্ণ পদে থেকে কী ভাবে বলতে পারেন, তা নিয়ে সন্দেহ আছে৷ গরুর দুধে সোনা থাকার কোনও সম্ভাবনাই নেই৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *