কলকাতা: বেশ কিছু দিন আগে এক অদ্ভূত তত্ত্ব খাঁড়া করে বিতর্কের ঝড় তুলেছিলেন দিলীপ ঘোষ৷ বলেছিলেন, গরুর দুধে সোনা পাওয়া যায়৷ এদিন ফেরে খুঁচিয়ে তুললেন ‘দুধে সোনা’ তত্ত্ব৷ নিজের পুরনো বক্তব্যে অনড় থেকে রাজ্য বিজেপি সভাপতি বললেন, ‘যে কোনও দিনই দুধই খায়নি, সে সোনা বা রুপো বুঝবে কী করে?’
আরও পড়ুন- অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রতারণা চক্র! পুলিশের জালে কলকাতার ৩
এদিন সাংবাদিক বৈঠকে দিলীপবাবু বলেন, ‘‘আমরা দেখি কলকাতা ও আশেপাশে গরু প্রায় নেই৷ গো পালন প্রায় উঠেই গিয়েছে৷ এটা খুবই খারাপ কথা৷ প্যাকেটের দুধ তো দুধই নয়৷ সেটাই সবাই খাবে৷ অথচ গরুর দুধ খাবে না৷ আমি বলেছিলাম দুধে সোনাও পাওয়া যায়৷ তাতে আমাদের সোনার ছেলে খুব ক্ষেপে গিয়েছিল৷ যে কোনও দিন দুধই খায়নি, সে সোনা বা রুপো বুঝবে কী করে? ’’
তাঁর কথায়, জেলাগুলিতে গো-পালন প্রায় হয়ই না৷ আমরা প্যাকেট দুধ খাচ্ছি৷ অথচ গরুর দুধ খাচ্ছি না৷ এদিন দিলীপ ঘোষ নিজের অবস্থান স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, গরুর দুধে সোনা পাওয়া যায় তিনি নিশ্চিত৷ কিন্তু যাঁরা দুধ খায়নি তাঁরা সেটা বুঝবে না৷ অর্থাৎ তাঁর বিরোধীতায় যাঁরা সোচ্চার তাঁরা দুধের মর্ম বোঝেন না৷
আরও পড়ুন- ‘বঙ্গভঙ্গ’ দাবির আবহেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী! জোর রাজনৈতিক জল্পনা
এ প্রসঙ্গে বিশিষ্ট প্রাণিবিদ সুজয় ঘোষ বলেন, গরুর দুধের উপাদান সম্পর্কে ছোট থেকেই ছেলেমেয়ারা পড়াশোনা করে৷ গরুর দুধ একটি সুষম খাদ্য৷ সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের অভিনব ও অবৈজ্ঞানিক কথাবার্তা দায়িত্বপূর্ণ পদে থেকে কী ভাবে বলতে পারেন, তা নিয়ে সন্দেহ আছে৷ গরুর দুধে সোনা থাকার কোনও সম্ভাবনাই নেই৷