‘মমতার উপর আস্থা রাখলে তালিবানিদের গুলি খেতে হবে’, বিস্ফোরক দিলীপ

‘মমতার উপর আস্থা রাখলে তালিবানিদের গুলি খেতে হবে’, বিস্ফোরক দিলীপ

c33998d14488b48c1d93430fd46d0bdf

 

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তৃণমূল নেত্রী এবং তাঁর সরকারকে তালিবান জঙ্গিদের সঙ্গে তুলনা করলেন দিলীপ৷ দিলীপের বিস্ফোরক মন্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করলে তালিবানদের গুলিতে মৃত্যু নিশ্চিত।”

ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ সহ বাংলার অনেকেই এখনও আটকে রয়েছেন আফগানিস্তানে। উদ্বেগের মধ্যে রয়েছেন তাঁদের পরিজনেরা৷ ইতিমধ্যে অনেকেই আফগানিস্তান থাকা তাঁদের নিকটজনের সঙ্গে যোগাযোগও করতে পারছেন না৷ অন্যদিকে টিভির পর্দায় শুধুই ভেসে উঠছে আফগানিস্তানে তালিবানি শাসনের একের পর এক ভয়ানক দৃশ্য৷  ফলে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ৷ এই অবস্থায় রাজ্যসকারের উপর ভরসা না রেখে দেশের প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখার পরামর্শ দিয়েছেন দিলীপ৷

লকডাউনের প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, “লকডাউনের সময় প্রধানমন্ত্রী মোদিজি যেভাবে দেশবাসীকে ফেরানোর ব্যবস্থা করেছিলেন, এবারও তিনিই ব্যবস্থা করবেন৷ ভরসা করুন।’’ এরপরই মমতা সম্পর্কে এমন বিস্ফোরক দাবি করেছেন দিলীপ৷ দিলীপের দাবি, ‘‘শুধুমাত্র বাঙালিরা নয়, কাবুলে বন্দি হয়ে আছেন বহু ভারতীয়৷ সবাইকে মোদিজি উদ্ধার করবেন৷  লিবিয়া থেকেও যেমন নিয়ে আসা হয়েছিল, এবার তেমনই হবে৷ লকডাউনের সময় ৭০ লক্ষ মানুষকে বিমানে করে নিয়ে এসেছে৷ কারও ক্ষতি হয়নি৷ মোদির উপর ভরসা করুন৷ দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি খেতে হবে৷’’ যদিও দিলীপের এহেন মন্তব্যকে কেন্দ্র করে দলের অন্দরেই উঠতে শুরু করেছে প্রশ্ন৷ কারণ, এর আগেও তিনি একাধিক সময় একাধিক আলপটকা মন্তব্য করে আদতে দলের বিড়ম্বনা বাড়িয়েছেন বলেই মত ওই মহলের৷ যদিও এবিষয়ে এখনও কোনও পাল্টা প্রতিক্রিয়া আসেনি তৃণমূল শিবির থেকে৷

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০ বছরের ব্যবধানে আফগানিস্তানে ফের যেভাবে তালিবান রাজ ফিরেছে তাতে সারা বিশ্ব আতঙ্কিত৷ এহেন পরিস্থিতিতে এই ধরণের মন্তব্য না করলেই ভাল করতেন দিলীপবাবু৷ কারণ, একুশের বঙ্গ ভোটের ফলাফল প্রমাণ করে দিয়েছে, মমতায় আস্থা রেখেছে বাংলা৷ তাঁদের মতে, দিলীপবাবু এই ধরণের মন্তব্য যত বেশি করতে থাকবেন বাংলায় বিজেপির সংগঠনকে টিকিয়ে রাখা ততটাই চাপ হয়ে দাঁড়াবে গেরুয়া শিবিরের জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *