ওঁর বাবা-মায়ের কোনও ঠিক নেই নাকি? নাম না করে মমতাকে আক্রমণ দিলীপের, পাল্টা অভিষেকের

ওঁর বাবা-মায়ের কোনও ঠিক নেই নাকি? নাম না করে মমতাকে আক্রমণ দিলীপের, পাল্টা অভিষেকের

27ddeec92918fba711f4f4d87e2a7d79

কলকাতা: দিলীপ উবাচে সরগরম রাজ্য রাজনীতি৷ নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি৷ বুধবার একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিলীপ বলেন, ‘‘ওঁর বাবা-মায়ের ঠিক নেই নাকি?’’

আরও পড়ুন- বসলেই ‘পুড়ছে’ ত্বক! ‘নাইরোবি ফ্লাই’ আতঙ্ক ছড়াচ্ছে বাংলায়

এদিন একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা নিয়ে মুখ খোলেন তিনি৷ আর সেটা বোঝাতে গিয়েই বেফাঁস মন্তব্য করে বসেন৷ নাম না করেই দিলীপ বলেন, ‘‘আপনি বলেন, আপনি বাংলার মেয়ে। ঠিক আছে, বাংলার মেয়ে। আবার গোয়ায় গিয়ে দাবি করছেন আপনি গোয়ার মেয়ে। বাপ – মায়ের ঠিক নেই না কি?’ দিলীপের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ 

তবে এটাই প্রথম নয়, এর আগেও মমতাকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের আগে পায়ে চোট নিয়েই প্রচারে নেমেছিলেম মমতা৷ সেই সময় মমতাকে বিঁধে তিনি বলেছিলেন, ওঁর উচিত বারমুডা পরে ঘোরা। তাঁর এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল৷ দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশে দিলীপের এই মন্তব্য অপমানজনক বলে দাবি করেছিলেন অনেকে। তবে অবশ্য কোনও পরিবর্তন আসেন তাঁর মধ্যে। মমতাকে আক্রমণ করার কোনও সুযোগই হাতছাড়া করেন না তিনি৷ 

এদিন অবশ্য দিলীপকে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি লেখেন, ‘‘মোদীজি এবার অকথ্য কথন বন্ধ হওয়া উচিত৷ বিজেপি নেতারা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথা বলছেন৷ রাজনীতির কাদা ছোড়াছুড়ি করছেন দিলীপ ঘোষ৷’