রাজীব যেতেই বিস্ফোরক দিলীপ, দালাল কে? শুভেন্দুকে ইঙ্গিত কুণালের

রাজীব যেতেই বিস্ফোরক দিলীপ, দালাল কে? শুভেন্দুকে ইঙ্গিত কুণালের

কলকাতা:  কলকাতা থেকে বিশেষ চাটার্ড বিমানে দিল্লি উড়ে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ সেই রাজীব পুরনো ঘরে ফিরলেন ত্রিপুরায় গিয়ে৷ অভিষেকের সভায় ঘরওয়াপাসির পরেই বিজেপি’র বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তিনি৷ পাশাপাশি ক্ষমা চেয়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও৷ কিন্তু তাঁর ঘরওয়াপাসি নিয়ে নাখুশ তৃণমূলের একাংশ৷ পাল্টা তোপ দেগেছেন দিলীপ ঘোষ৷ 

আরও পড়ুন- বাংলাদেশের ঘটনার প্রতিবাদ, জমায়েতের আগেই আটক জাগরণ মঞ্চের নেতারা

এদিন তোপ দেগে সর্বভারতীয় সহ সভপতি বলেন, ‘‘রাজীব বন্দ্যোপাধ্যায় যে বিজেপি-তে থাকবেন না, সেটা তো জানাই ছিল৷ শুধু সময়ের অপেক্ষা ছিল। নো এন্ট্রি বোর্ড উঠতেই এন্ট্রি নিয়েছেন।” তবে, জল্পনা উস্কেছে দিলীপ ঘোষের একটি ট্যুইট৷ রাজীব দল ছাড়তেই তিনি লেখেন, ‘‘অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন। তাঁরা উৎপাত করছেন। সবাইকে বাদ দেব। এরা চায় না বিজেপি শক্তিশালী হোক।’’ রাজনীতির কারবারিদের প্রশ্ন, কার-কার উদ্দেশে এই কথা বলেছেন দিলীপ ঘোষ? তাঁর নিশানায় কে? তাঁর কাছে দালালই বা কারা? 

বিধানসভা ভোটে বিজেপি’র বিপর্যয়ের পর থেকেই দলে ভাঙন ধরেছে৷ একের পর এক নেতা বিধায়ক যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে৷ কমতে কমতে বিজেপি বিধায়কের সংখ্যা নেমেছে ৭০-এ৷ এরই মধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, ভোটর ফল প্রকাশের পর থেকেই তিনি ছিলেন বেসুরো৷ তাঁর দলে ছাড়ার পরেই বিস্ফোরক টুইট করেন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি৷ যার জবাব দিলেন কুণাল ঘোষ৷ 

পাল্টা খোঁচা দিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘দিলীপ ঘোষ আসলে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে এই পোস্টটি করেছেন। শুভেন্দুর জন্যই কেউ বিজেপি-তে টিকতে পারছেন না। আর দিলীপ বাবুরাও শুভেন্দুকে সরাতে পারছেন না। তাই ট্যুইটেই মনের কথা লিখেছেন তিনি৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 1 =