তৃণমূল আসলে সোনার পাথরবাটি, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

তৃণমূল আসলে সোনার পাথরবাটি, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

65ff65d9f9586578d432437d579a2ba9

কলকাতা: ত্রিপুরার পর গোয়ায় ধাক্কা খেয়ে তৃণমূল৷ দল বদলের ক’দিন পরেই ফের তৃণমূল ত্যাগ করেছেন গোয়ার কংগ্রেস বিধায়ক৷ বড়দিনের সকালে সেই প্রসঙ্গ টেনে বিস্ফোরক দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর দাবি, ‘‘ আমরা আগে বলতাম। এখন গোটা ভারত বুঝছে। সবাই বুঝেছে তৃণমূল আসলে কি। হয়তো কমিটমেন্ট বা সেটেলমেন্ট প্রপার হয়নি। তাই ভাঙছে।’’

এরপরই বিস্ফোরক দাবি করেছেন দিলীপ, ‘‘সর্বভারতীয় তৃণমূল আসলে সোনার পাথরবাটি। গোয়ায় কি হল? দল কোথায়? কাউকে রাজ্যসভার টিকিট পাওয়ার লোভ দেখিয়ে দল হয়?’’ অভিযোগ করেছেন, ‘‘ওদের দলটাই হচ্ছে লোক ঠকানো, ভুল বোঝানোর কারবার৷ ধীরে ধীরে মানুষ সব বুঝতে পারছে৷ দলের ভিতরে যাঁরা আছেন, তাঁরা আরও ভাল করে বুঝতে পারছেন৷’’

টেনে এনেছেন মুকুল রায়ের বেফাঁস মন্তব্যের প্রসঙ্গও৷ বলেছেন, ‘‘মুকুল রায় নিয়ে আমরা এতদিন যা বলেছি, এখন ওনার ছেলে বলছে। উনি যেভাবে তৃণমূল কংগ্রেসে অপমানিত হয়েছেন, তা সবাই দেখেছে। ওনার শারীরিক অবস্থা এমনিতেই ভালো ছিল না।’’ বছরের শুরুতেই রাজ্যের বাকি পুরসভায় দু’দফায় অনুষ্ঠিত হবে পুরসভার নির্বাচন৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, ‘‘আমরা আমাদের মতো করে তৈরি হচ্ছি৷ কলকাতার পুনরাবৃত্তি জেলায় হবে না৷ কারণ, সেখানে আমরা যথেষ্ট শক্তিশালী৷ অন্যদিকে হাজারও গোষ্ঠীতে ভরে গিয়েছে শাসকদল৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *