রাজ্যের অডিট কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ, হাইকোর্টে মামলা দিলিপের

রাজ্যের অডিট কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ, হাইকোর্টে মামলা দিলিপের

কলকাতা: করোনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল বিজেপি৷ মৃত্যুর সংখ্যা সংক্রান্ত রাজ্যের অডিট কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের দিলীপ ঘোষের৷

করোনা হাসপাতালে মোবাইল ফোন নিষিদ্ধ করার রাজ্যের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয়েছে৷ রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছে দায়ের হয়েছে মামলা৷ বিপর্যয় মোকাবিলায় আইন অনুযায়ী বাংলার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক বলেও আর্জি জানিয়েছে বিজেপি৷ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি খতিয়ে দেখুন কলকাতা হাইকোর্ট, আদালতের পর্যবেক্ষণে কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে বিজেপির তরফে৷ স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পুলিশকেও পিপি-সহ সুরক্ষার সামগ্রী দেওয়ার বিষয়ে আবেদন জানানো হয়েছে৷

বিজেপি তরফে অভিযোগ তোলা হয়েছে, রাজ্যে করোনা মৃত্যু নিয়ে যে অডিট কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির কোনও বৈধতা নেই৷ মূলত রাজ্য সরকারের গঠন করা অডিট কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা৷ একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, করোনা হাসপাতালে নিষিদ্ধ মোবাইল ফোন ব্যবহার৷ কিন্তু কেন হাসপাতালে মোবাইল নিষিদ্ধ? জানতে চেয়েও দায়ের হয়েছে মামলা৷ তবে মামলা দায়ের হলেও শুনানি নিয়ে রয়েছে ধোঁয়াশা৷

কেরোনা করো না সর্তকতা হিসেবে আগামী চার দিন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ স্থগিত হয়ে গিয়েছে৷কলকাতা হাইকোর্টের তরফে নোটিশ জারি করে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির মধ্যেও জরুরি ভিত্তিতে আগামী চার দিন, ৪, ৭, ১২, ১৫ মে, নির্ধারিত যে বিশেষ বেঞ্চ বসার কথা ছিল, তা আপাতত  বসবে না৷হাইকোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানিও আপাতত বন্ধ থাকবে৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে আদালতের কাজ৷ যখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি শুরু হবে, তার ৪৮ ঘণ্টা আগে সমস্ত আইনজীবীদের বার্তা পাঠানো হবে৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি পর্ব শুনানি আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে৷ ফলে, কবে এই মামলার শুনানি হবে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *