Aajbikel

‘রাজ্য নির্বাচন কমিশনকে চালাচ্ছে রাজ্য সরকার’, পুরভোট নিয়ে তোপ দিলীপের

 | 
দিলীপ

কলকাতা:  কলকাতা হাইকোর্টে পুরভোট নিয়ে মামলা চলার মাঝেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনের ভূমিকায় সমালোচনায় সরব হলেন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বললেন, রাজ্য নির্বাচন কমিশনকে চালায় রাজ্য সরকার।  সে কারণেই পুরভোট নিয়ে আদালতে শুনানি চলার মাঝেই কমিশনকে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হল। সেই সঙ্গে তোপ দেগে বলেন,  তৃণমূল কলকাতা দখলে এতটাই মরিয়া যে পুনর্নির্বাচনের সময়টুকুও  রাখতে চায়নি।

আরও পড়ুন- পালটাচ্ছে পাহাড়ের সমীকরণ, কোন বার্তা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিমল–রোশনরা?


এদিন কটাক্ষ করে দিলীপ ঘোষ  বলেন, “কলকাতায় পুরভোট জেতা তৃণমূলের কাছে একটা চাপের বিষয়। ওরা ভাবছে যে করে হোক কলকাতা জিততে হবে। তাই আদালতে মামলা চলছে, শুনানি হচ্ছে এদিকে নির্বাচন কমিশনকে দিয়ে ভোট ঘোষণাও হয়ে গেল। রাজ্য নির্বাচন কমিশন তো রাজ্য সরকার চালায়। সে জন্য তাদের ইচ্ছামতোই সব হচ্ছে। তারা যেটা চাইছে সেটা হচ্ছে। এটা নিয়ে সকলেই চিন্তিত। তা হলে কোর্ট কাছারির মানে কী থাকল।” 


প্রসঙ্গত, বৃহস্পতিবারই কলকাতায় পুর ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে৷ ১৪৪টি ওয়ার্ডে ভোট হবে৷ এ নিয়ে রাজ্য সরকারকে বিঁধতে ছাড়েননি আরও এক বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও৷ তিনি বলেন, “মামলা চলার মধ্যেই একতরফা ভাবে ভোটের দিন ঘোষণা হয়ে গেল। কী করে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করল? এখানে শাসকের আইন চলছে। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকে দিয়ে কি নির্বাচন কমিশনের তরফে অবাধ ভোট করানো সম্ভব? কমিশনের ভূমিকাকে আমরা ধিক্কার জানাই।’’ 


অন্যদিকে, ত্রিপুরায় পুরভোট প্রসঙ্গে দিলীপের মন্তব্য, কোনও অশান্তি হয়নি৷ দু’একজনের একটু চোট লেগেছে৷ বড় কোনও বিষয় নয়৷ 

Around The Web

Trending News

You May like