ফিরহাদের ঘরে আচমকা দিলীপ ঘোষ! বিধানসভায় ছাড়াল জল্পনা

ফিরহাদের ঘরে আচমকা দিলীপ ঘোষ! বিধানসভায় ছাড়াল জল্পনা

কলকাতা: নিছকই কাকতালীয়। নাকি অদ্ভূত সমাপতন!

এদিনই বিভিন্ন ইস্যুতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভা ওয়াকআউট করেছেন৷ ঠিক এই দিনেই বিধানসভায় শাসকদলের মন্ত্রীদের ঘরে দিলীপ ঘোষের পৌঁছে যাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে৷ হঠাৎ কেন দিলীপের এহেন সিদ্ধান্ত? সাংসদের দাবি, ‘‘পুরোটাই সৌজন্য সাক্ষাৎ৷ বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলাম৷’’

বুধবারের বিকেল৷ তৃণমূলের দাপুটে মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরে দেখা গেল বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষকে৷ মুহূর্তের মধ্যে সেখানে ঝাঁপিয়ে পড়লেন মিডিয়ার প্রতিনিধিরা৷ সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতির দাবি, ‘‘আপনারা আশ্চর্য হতে পারেন৷ কিন্তু আমার এতে আশ্চর্য হওয়ার কিছু নেই৷ এ ঘরে আমার কাছে আসা নতুন কিছু নয়৷ আমি আগেও এসেছি৷ ববিদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক!’’

যা শুনে ভেসে এসেছে হাজারও টিপ্পনি৷ কেউ বলেছেন, ‘বিপ্লব তবে কি শেষ!’’ কেউ কেউ বলছেন, একটু বেশিই প্রতিক্রিয়া দিয়ে ফেলেছেন দিলীপবাবু, যা আদতে কৈফিয়তের মতোই শুনতে লাগছে৷ এই প্রসঙ্গেই উঠে আসছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুল সুপ্রিয়র মশলা মুড়ি খাওয়ার প্রসঙ্গ৷ সেই প্রসঙ্গ উত্থাপন করে অনেকেই বলছেন, দিলীপদার সৌজন্যটাও কি বাবুলের মতোই? আপাতত জল্পনার পারদে ফুটতে শুরু করেছে বঙ্গ রাজনীতি৷ তবে এবিষয়ে ফিরহাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও৷ ফলে বাড়ছে জল্পনার পারদ৷ যার সদুত্তর মিলবে সময়েই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 2 =