এগরা: দিলীপ ঘোষের ভাষণ মঞ্চ ভেঙে পড়ল৷ এগরায় দিলীপের চা চক্রে রীতিমত বিপত্তি৷ একুশের নির্বাচনের প্রস্তুতি হিসেবেই চা চক্রের মাধ্যমে জনসংযোগ বাড়ান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দলের অনেকে তাঁকে অনুসরণও করেন৷ শনিবারও পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকে এগরা পুরসভা এলাকায় ‘চায়ে পে-চর্চা’য় অংশ নেন দিলীপ৷ আর চা চক্রেই ঘটল বিপত্তি৷ যে মঞ্চের ওপর দাঁড়িয়ে ছিলেন তিনি, সেই মঞ্চই হুড়মুড়িয়ে করে বসে যায়৷ তবে দুর্ঘটনা এড়ান দিলীপবাবু৷
একুশের নির্বাচনের প্রস্তুতি হিসেবে চা চক্রেই জনসংযোগ বাড়িয়ে থাকেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সেইসত শনিবারও পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের এগরা পুরসভা এলাকায় চায়ে পে-চর্চায় অংশ নেন দিলীপ৷ আর সেই চা-চক্রেই ঘটল বিপত্তি৷ যে মঞ্চের ওপর দাঁড়িয়ে ছিলেন তিনি, সেই মঞ্চই হঠাত্ করে মটিতে বসে যায়৷ সেখানে দুর্ঘটনা এড়ান দিলীপবাবু৷ শনিবার এগরায় ‘চায় পে চর্চা’য় যান দিলীপ ঘোষ৷ সেখানে করা একটি মঞ্চে দাঁড়িয়ে স্থানীয় নেতাদের সঙ্গে দলীয় পতাকা হাতে নেন তিনি৷ স্লোগানও দেন৷ তার সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েক জন স্থানীয় বিজেপি নেতা৷ এমন সময় আচমকাই ভেঙে যায় মঞ্চটি৷ যদিও এই ঘটনায় কেউ চোট পাননি৷ তবে এ নিয়েও তৃণমূলকে কথা শোনাতে সুযোগ ছাড়েননি দিলীপ৷ মেদিনীপুরের সাংসদ দিলীপ বলেন, ”এখন মঞ্চ ভেঙে পড়ল৷ মে মাসে সরকারটাই ভেঙে যাবে৷”
প্রসঙ্গত, কিছুদিন আগেই মাছ ধরতে গিয়ে ছিপ ভেঙে ফেলেছিলেন দিলীপ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাবার পর বঙ্গজীবনের হাস্যরসে এই ঘটনার চর্চা হয়। মাছ ধরতে গিয়ে যে দিলীপ ঘোষ ছিপ ভেঙে ফেলেন, সেই দিলীপ ঘোষ আগামী বিধানসভা নির্বাচনে ভোটের তার দলের রাশ শক্ত হাতে ধরতে পারবেন তো? আপাতত খবর এই যে, দিলীপেরই মঞ্চ ভেঙে পড়েছে৷ কিন্তু তিনি সুস্থ আছেন।
বাংলা দখলের লড়াইয়ের প্রস্তুতি অনেক সময় আগে থেকেই শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি ব্রিগেড। বাংলায় সাংগঠনিক শক্তি প্রবল করতে কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে একাধিকবার। কেন্দ্রের তরফে বাংলায় একদিকে যেমন এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যদিকে রাজ্যসভার করেছেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এছাড়াও কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার একটি দল পাঠিয়েছে পর্যবেক্ষণের জন্য। আগামী নির্বাচনের কয়েক মাস মাত্র বাকি, তার আগে চূড়ান্ত প্রস্তুতি সারতে ব্যস্ত বিজেপি। তবে এভাবে ছিপ এবং তারপর মঞ্চ ভাঙার ঘটনায় কানাঘুষো হচ্ছে – দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বঙ্গ বিজেপি ব্রিগেডও ভোটে ভেঙে যাবে কি, তাহলে কিন্তু সব আশায় পানি।