‘কেষ্ট নেই বলেই..’ বোলপুরে চায়ের কাপে চুমুক দিয়ে কেষ্ট-স্মরণ দিলীপের

‘কেষ্ট নেই বলেই..’ বোলপুরে চায়ের কাপে চুমুক দিয়ে কেষ্ট-স্মরণ দিলীপের

432ebbb8a2f8d74e0d8ff419fd11f398

বোলপুর: বীরভূম এখন অনুব্রতহীন। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তাঁর বর্তমান ঠিকানা আসানসোলের বিশেষ সংশোধনাগার। ফলে তাঁর অনুগামীরা এখন কার্যত ‘অভিভাবকহীন’। কেষ্ট বিহীন সেই’ বীরভূমেই আপাতত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন তিনি৷ এদিন চা চক্রের ফাঁকে তাঁর মুখে শোনা গেল অনুব্রতর নাম। তিনি বলেন, অনুব্রত নেই বলেই আজ জামবুনির চায়ের দোকানে বসে চা খেতে পারছেন৷ 

আরও পড়ুন- মামলার আবহেই পুজোর অনুদান সংক্রান্ত নির্দেশিকা জারি রাজ্যের

বৃহস্পতিবার সকালে বোলপুরের জামবুনিতে চা চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। চায়ের দোকানের সামনে গরম চায়ে চুমুক দিতে দিতেই তিনি বলেন, “অনুব্রত নেই। তাই জামবুনির চা দোকানে বসে চা খেতে পারছি। গত বছর এখানেই চা খেতে আসায় দোকানদার ঝাঁপ ফেলে পালিয়েছিলেন।” তাঁর দাবি, শুধু গরু নয়। কয়লা, পাথর ও বালি পাচারেরও মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল। কেষ্টর গ্রেফতারির প্রসঙ্গে টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তাঁর কথায়, “কেষ্ট গ্রেফতার হতেই দিদিমণির ঘুম ছুটেছে।” পাশাপাশি সিবিআইয়ের ভূমিকা নিয়েও পঞ্চমুখ তিনি৷ তাঁর দাবি, “বীরভূমে সাময়িক লুট বন্ধ হয়েছে। হাসি ফুটছে সাধারণ মানুষের মুখে।”