কোনও কিছুতেই বিধিভঙ্গ হয়নি! তৃণমূলের সব অভিযোগ নস্যাৎ দিলীপের

কোনও কিছুতেই বিধিভঙ্গ হয়নি! তৃণমূলের সব অভিযোগ নস্যাৎ দিলীপের

a7c7375b4cedf145785301d877bfc7f2

 

কলকাতা: রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে গিয়ে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ জানাতে যে প্রতিনিধিদল গিয়েছিল তার নেতৃত্বে ছিলেন ফিরহাদ হাকিম। তিনি মূলত অভিযোগ তুলেছেন পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ছবি থাকার বিষয়, একইসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় কি করে ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারেন সেই নিয়োগ প্রশ্ন তুলেছেন তিনি। এরপর এই সাংবাদিক বৈঠক করে একে একে সমস্ত অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন- অভিনয় থেকে রাজনীতি, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন শ্রাবন্তী

এদিন তিনি বলেন, পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকা নিয়ে যে অভিযোগ করা হয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। কারণ পেট্রোল পাম্প সরকারি জায়গা নয়, বেসরকারি জায়গা। ব্যক্তিগত বাড়িতে যেভাবে দলের ঝান্ডা লাগানো যায়, বিভিন্ন জায়গায় পোস্টার এবং ব্যানার দেওয়া যায়, সেভাবেই বেসরকারি পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকতেই পারে। অন্য দলের যে কেউ ছবি লাগাতে পারেন তাতে অসুবিধা নেই। অন্যদিকে, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় যে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন, সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে একই সাংবাদিক বৈঠক থেকে শমীক ভট্টাচার্য বলেন, নির্বাচনের আগে ইশ্তেহার অনুযায়ী একটি রাজনৈতিক দল একাধিক ঘোষণা করতে পারে। সরকার গঠন হলে সেই হিসাবে পদক্ষেপ হয়। তাই দলের নেতা হিসেবে কৈলাস বিজয়বর্গীয় যা বলেছেন তাতে কোন অসুবিধা হওয়ার কথা নয়। বরং যারা এই নিয়ে প্রশ্ন তুলছেন তাদের মানসিক চিকিৎসা করানোর প্রয়োজন বলে আক্রমণ করেন শমিক। 

আরও পড়ুন-  দুয়ারে নির্বাচন, সমুদ্র সৈকতে শ্যুটিংয়ে ব্যস্ত মিমি

এদিকে এই সাংবাদিক বৈঠক থেকে দিলীপ ঘোষ আরো দাবি করেন, বিজেপির কাজ দেখে বিরোধীরাও তাদের দলে আসছেন। এক্ষেত্রে তিনি যে সদ্য বিজেপিতে যোগদান করা জিতেন্দ্র তিওয়ারি প্রসঙ্গে মন্তব্য করেছেন তা বলাই বাহুল্য। অন্যদিকে মিঠুন চক্রবর্তী বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে চলেছেন কিনা সেই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি।‌ বরং দিলীপের কথা, তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। একইসঙ্গে বাংলার আইন-শৃঙ্খলা এবং নারী সুরক্ষা নিয়ে একহাত নিয়েছেন তিনি। বলেছেন যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ নিয়ে যারা কথা তুলছেন তারা এই রাজ্যের ঘটনা নিয়ে আমল দেন না। বসিরহাটে কি হচ্ছে সেটা দেখে আসার অনুরোধ জানিয়েছেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *