কলকাতা: ত্রিপুরা পুরভোটে গেরুয়া ঝড়। একের পর এক ওয়ার্ড হাতছাড়া হচ্ছে বামেদের৷ দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস৷ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি’র সর্বভারতীয় সহ সভপতি দিলীপ ঘোষ৷ খোঁচা দিয়ে বলেন, ত্রিপুরায় তৃণমূল লাফালাফি করেছে শুধু। কাজের কাজ কিছু হবে না৷ রাজ্যের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবেন। কোনও আসনে বিজেপি প্রার্থী দিতে না পারলে তবেই তৃণমূল জিততে পারবে৷
আরও পড়ুন- রবিবাসরীয় সকালে প্রচারে ফিরহাদ, বাড়ি বাড়ি ঘুরে সারলেন জনসংযোগ
তাঁর কথায়, ‘‘তৃণমূল এখান থেকে ত্রিপুরায় লোক ধার করে নিয়ে যাচ্ছে৷ ধার করে কি আর জেতা যায়? ত্রিপুরার মানুষ সঠিক সিদ্ধান্তই নেবেন।” প্রসঙ্গত, রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে পুরভোটের গণনা। আগরতলা কর্পোরেশন, ১৩টি পুরসভা ও ৬টি নগর পঞ্চায়েতের ভোট হয়েছে৷ ইতিমধ্যেই ৭টি ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে, ভোটের আগেই ১১২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ৫টি পুরসভা ও ২টি নগর পঞ্চায়েত হাতে নিয়েছে পদ্ম শিবিরের। ফলাফল দেখাই তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
এদিকে, আগরতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি’র জয়ী প্রার্থী অভিষেক দত্তর অভিযোগ, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে প্রার্থী প্রত্যাহারের ছক কষেছিল সিপিএম। কিন্তু তাঁদের সেই ছক ভেস্তে গিয়েছে৷ তাঁর কথায়, ভোটে জেতার পর প্রথম কাজ হবে সিপিএম নেতার বাড়ির সামনের রাস্তা সারানো৷