‘বদলও হবে, বদলাও হবে’, কুলপি থেকে হুঙ্কার দিলীপের

‘বদলও হবে, বদলাও হবে’, কুলপি থেকে হুঙ্কার দিলীপের

d9ff89aa667a8c0aa5e52abbd7e631d5

নিজস্ব সংবাদদাতা, কুলপি: বাংলায় বদলের সঙ্গে বদলাও চাই, কুলপির সভা থেকে হুঙ্কার দিলীপের৷ বুধবার কেন্দ্রের কৃষিবিলের সমর্থনে দক্ষিণ ২৪ পরগনার  কুলপি ব্লকের করঞ্জলির দামোদরপুরের আইটিআই মাঠে একটি জনসভার আয়োজন করে বিজেপি। এই সভাতে উপস্থিত হয়ে রাজ্যের তৃণমূল সরকারকে কার্যত একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভামঞ্চ থেকে দিলীপের হুঙ্কার, বদলও হবে, বদলাও হবে৷

দিলীপের কথায়,  ‘করোনার ভ্যাক্সিন আবিষ্কার হয়নি।কিন্তু তৃণমূলের ভ্যাক্সিন আবিষ্কার হয়েছে ভারতীয় জনতা পার্টি।’  ‘আমাদের সভাপতির গাড়িতে হামলা হয়েছে। অনেকে আহত। ওই গাড়িতে সারাতে যে খরচা হয়েছে, সব উসুল করব। বিনা কারণে মারবেন, অত্যাচার করবেন! আমরা ছেড়ে দেবো? বদলও হবে, বদলাও হবে।’  

এদিন দিলীপ আরও বলেন, “দেশে বিজেপির দেড় হাজারের বেশি এমএলএ রয়েছেন, চারশ এমপি রয়েছেন। কারোর বিরুদ্ধেই চুরির অভিযোগ নেই। এটাই হল বিজেপি।” 
এদিনের সভা মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, রাজ্যে সরকার কেন্দ্রের প্রকল্পগুলির সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। কেন্দ্রের টাকা সরাসরি জনসাধারণের কাছে চলে আসলে কাটমানি পাওয়া যায় না তাই রাজ্য কেন্দ্রের প্রকল্পগুলি পাইয়ে দিচ্ছে না বলেও অভিযোগ করেন দিলীপ। সভামঞ্চ থেকে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হটিয়ে বিজেপির সরকার গড়ার আহ্বান জানান তিনি। এদিনের সভা শেষে করে গাড়িতে করে কাকদ্বীপের লড নং ৮ ঘাটের কাছে গিয়ে ‘চায় পে চর্চা’তে যোগ দেন দিলীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *