নন্দীগ্রাম: এক সময় বাংলার পরিবর্তনের অন্যতম ভিত ছিল এই নন্দীগ্রাম। এবার একবার ফের পরিবর্তনের আবহ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এবারও তার অন্যতম ভিত হিসেবে উঠে আসছে নন্দীগ্রামের নাম। সেই নন্দীগ্রাম থেকে জনসভা করে এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও পরিবর্তনের ডাক দিলেন। একইসঙ্গে দাবি করলেন, ২০০ আসন নিয়ে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী যাবেন নবান্নে। নন্দীগ্রাম স্টেট ব্যাংক সংলগ্ন মাঠে এদিন জনসভা করে এমনি মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ।
দিলীপ ঘোষ বলেন, যে নন্দীগ্রামকে দেখিয়ে তৃণমূল কংগ্রেস সরকারে এসেছিল, আজ তাদের কর্মীরাই বিজেপিতে আসছে। শত চেষ্টা করা হয়েছে বিজেপির এত বড় জনসভাকে ভণ্ডুল করার জন্য। কিন্তু নন্দীগ্রামের মানুষ তা বানচাল করে দিয়েছে। এর জন্য বিজেপির কর্মী এবং সমর্থকদের সাধুবাদ জানিয়েছেন দিলীপ ঘোষ। একইসঙ্গে আত্মবিশ্বাসী হয়ে দাবি করেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় ২০০ আসন পাবে বিজেপি এবং বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নবান্নে যাবেন। এদিনের সভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন দিলীপ ঘোষ। বলেন, আজকের জনসভায় তিনি শুধুমাত্র একজন অতিথি, আসল নায়ক শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি সাংসদ বলেন, তৃণমূল অভিযোগ তুলছে যে বিজেপি নাকি দল ভাঙাচ্ছে। কিন্তু আসল ব্যাপার হলো হতাশাগ্রস্ত হয়ে সকলে বিজেপিতে আসছেন। এর সব চেয়ে বড় কারণ, বিজেপির আদর্শ আছে। দিলীপের কথায়, বাংলায় পরিবর্তন চাই, নতুন করে সোনার বাংলা গড়বে ভারতীয় জনতা পার্টি সরকার।
একই সঙ্গে ঘূর্ণিঝড় আমফান পরবর্তী পরিস্থিতিতে দুর্নীতির প্রসঙ্গ টেনে আর একবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন দিলীপ ঘোষ। বলেন, ক্ষতিপূরণের টাকা তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এদিকে মুখ্যমন্ত্রী বলছেন ভুল করে হয়েছে! কেন ভুলবশত দলের নেতাদের অ্যাকাউন্টেই টাকা যাচ্ছে সেই বিষয়ে প্রশ্ন তোলেন দিলীপ। কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু করা হচ্ছেনা এই অভিযোগ তুলে এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ দাগলেন তিনি। পাশাপাশি এটাও জানালেন, দিল্লি এবং বাংলায় এক সরকার থাকলেই সমস্ত রকমের সুবিধা পাবেন রাজ্যের মানুষ।