আমফানের ক্ষতিপূরণ থেকে বাংলার আইনশৃঙ্খলা, মমতাকে তোপে দিলীপের

আমফানের ক্ষতিপূরণ থেকে বাংলার আইনশৃঙ্খলা, মমতাকে তোপে দিলীপের

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: কৃষি বিলের সমর্থনে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার গোবর্ধনপুর কোস্টাল থানার ইন্দ্রপুর বাজারে সভা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নামখানা বকখালি থেকে রওনা দিয়ে তিনি পাথরপ্রতিমার লঞ্চঘাটে আসেন। কৃষি বিলের সমর্থনে এবং আমফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণের দাবিতে ইন্দ্রপুর মঞ্চ থেকে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। সভা থেকে তিনি বলেন আমফানের কেন্দ্রীয় যোজনার ক্ষতিপূরণের টাকা নিয়ে নয়ছয় হয়েছে। সুন্দরবনের কাকদ্বীপ এবং নামখানা, বকখালি ও পাথর প্রতিমা ব্লকের সমস্ত মানুষদের ক্ষতিপূরণ নিয়ে সোচ্চার হন দিলীপ ঘোষ।

সাধারণ জি-প্লট সহ বিভিন্ন এলাকার পুলিশের অ্ত্যাচার এবং বিজেপি সমর্থকদের মিথ্যে মামলায় জড়ানোর অভিযোগ করেন তিনি। তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনকে একহাত নেন। তিনি বলেন রাজ্যে যথেচ্ছ ধর্ষণ চলছে। এদিন গোবর্ধনপুর কোস্টাল থানার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন তৃণমূলের দেখানো পথে পুলিশ-প্রশাসন হাঁটছে। এছাড়া গত কয়েকদিন আগে গোবর্ধনপুর কোস্টাল থানার ওসিকে বদলি করে অন্য ওসিকে আনায় তিনি প্রশাসনের সমালোচনা করেন। তিনি বলেন প্রশাসনের যেই ন্যায্য কাজ করবে তাকে এলাকা থেকে সরিয়ে দেয়া হবে। 

২০২১ এ বিধানসভা ভোটে পাথরপ্রতিমার মানুষ যোগ্য জবাব দেবে বলেও তিনি হুশিয়ারি দেন। এ ছাড়া কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন দক্ষিণ সুন্দরবনের আমফানের ক্ষতিপূরণের দাবিতে বিজেপি নেতা কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাঝ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আন্দোলনকারীদের মিথ্যে মামলায় জড়িয়ে জেলে পুরছে। তাঁর অভিযোগ প্রতিটি বিডিও অফিস দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে। পুলিশকে মুখ্যমন্ত্রী ভাই সম্বোধন করে তাদেরকে এই দুর্নীতির সঙ্গে জুড়েছেন দিলীপ ঘোষ।  এদিন সভায় দিলীপ ঘোষের সমর্থনে নদীপথে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে হাজার হাজার মানুষ এসেছেন বলে তিনি দাবি করেন।এই সভাকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + seventeen =