ভাঁওতাবাজি চলছে! স্বাস্থ্যসাথী প্রসঙ্গে মমতাকে তুলোধনা দিলীপের

ভাঁওতাবাজি চলছে! স্বাস্থ্যসাথী প্রসঙ্গে মমতাকে তুলোধনা দিলীপের

27ddeec92918fba711f4f4d87e2a7d79

কলকাতা: স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে দুর্নীতি চলছে রাজ্যে এবং এটি ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। ঠিক এমনই ভাষায় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট কথা, স্বাস্থ্য সাথী কার্ডের নামে রাজ্যের সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে এবং কোটি কোটি টাকার প্রতারণা চলছে। যেদিন থেকে রাজ্য সরকার স্বাস্থ্য সাথী প্রকল্পের ঘোষণা করেছে সেদিন থেকেই বিজেপি ক্রমাগত আক্রমণ করে চলেছে এই ইস্যুতে। এবার নতুন ভাবে আরো অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।

দিলীপের বক্তব্য, স্বাস্থ্য সাথী কার্ড ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এর নাম করে রাজ্যের সাধারণ মানুষকে দিনের-পর-দিন বোকা বানানো হচ্ছে। কেউ জানে না এর ভবিষ্যৎ কী। তিনি এও দাবি করেছেন, কোটি কোটি টাকা প্রতারণা করছে রাজ্য সরকার এবং তারা এটাও জানে না যে হাসপাতালগুলোর ভবিষ্যৎ কী হবে। এইভাবে চলতে থাকলে হাসপাতাল বন্ধ হয়ে যাবে কারণ এই কার্ডের চক্করে হাসপাতালে রোগী ফিরিয়ে দিচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্য সাথী কার্ড প্রসঙ্গে বলেছেন, বেসরকারী হাসপাতাল যারা স্বাস্থ্য সাথী কার্ড নিচ্ছে না তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর এই কার্যত গর্জে উঠেছেন দিলীপ ঘোষ। 

এর আগে শহর তথা রাজ্যের একাধিক হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে দেবার মতো ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ডের মান্যতা দেয়নি হাসপাতাল যা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল। সেই প্রেক্ষিতে আগে থেকেই রাজ্য সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং তার জন্যই মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। কিন্তু বিজেপির বক্তব্য যে এই কার্ডকে কেন্দ্র করে রাজ্য ছিল লুট করছে রাজ্য সরকার। এমনকি সরকারি কর্মচারীদের পুষতে টাকার পাওয়ার টাকা খরচ করা হচ্ছে এবং দুর্গা পুজোতেও টাকা লুট করছে তৃণমূল কংগ্রেস সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *