Aajbikel

মমতা যাদবপুরকে ‘টুকরে টুকরে গ্যাং-এর হাতে তুলে দিয়েছেন, নিশানা দিলীপের

 | 
মমতা-দিলীপ

 কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় বামপন্থীদের দুষেছেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরকে ‘আতঙ্কপুর’ বলে মন্তব্য করার পাশাপাশি ব়্যাগিং-এর ঘটনার জন্য সরাসরি সিপিএমকে দায়ী করেছেন তিনি। কিন্তু এবার যাদবপুরের ঘটনায় মমতাকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা তথা খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ। তাঁর কথায়, “যাদবপুরের মতো একটি বিশ্ববিদ্যালয়কে মুখ্যমন্ত্রী দেশ বিরোধী শক্তি  ‘টুকরে টুকরে গ্যাংয়ের’ হাতে তুলে দিয়েছেন।”


সোমবার বেহালায় প্রাক্ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “সব কিছুতেই তৃণমূল খারাপ আর তৃণমূল খারাপ! বাকি সবাই ভাল!’ যাদবপুরে ছাত্র-নির্যাতনকারীদের নিয়ে তাঁর বক্তব্য ছিল, “কারা এরা? মার্কসবাদী, কিছু আগমার্কা সিপিএম। এরা কখনও কংগ্রেসের সঙ্গে ঘর করে, কখনও বিজেপির সঙ্গে।”

এদিন দিলীপ বলেন, যাদবপুরে যারা উৎপাত করছে, তাঁদের হাতেই বিশ্ববিদ্যালয়কে তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ মমতাকে একহাত নিয়ে দিলীপ আরও বলেন, ‘‘উনি বলছেন, ওখানে আমি যাব না৷ কেন যাবেন না? ওঁর দায়িত্ব নেই? উনি কি ওখানকার মুখ্যমন্ত্রী নন? যাদবপুর কি ওঁর রাজত্বের বাইরে? সেখানে গেলেই রাজ্যপালকে আটকানো হয়, কেন্দ্রীয় মন্ত্রীদের আটকানো হয়, আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন৷’’

Around The Web

Trending News

You May like