‘উনি গোয়ার মানুষকে ভিখারি ভাবছেন’, তৃণমূলের গৃহলক্ষ্মী নিয়ে কটাক্ষ দিলীপের

‘উনি গোয়ার মানুষকে ভিখারি ভাবছেন’, তৃণমূলের গৃহলক্ষ্মী নিয়ে কটাক্ষ দিলীপের

কলকাতা:  ত্রিপুরার পর তৃণমূলের নজরে এখন গোয়া৷ জোর কদমে শুরু হয়ে গিয়েছে সংগঠনের কাজ৷ বিধানসভা ভোটের আগে গোয়ায় তৃণমূলের প্রতিশ্রুতি ক্ষমতায় এলে প্রতি মাসে ৫০০০ টাকা করে দেবে তৃণমূল৷ গোয়ায় তৃণমূলের এই প্রকল্পের নাম হবে গৃহলক্ষ্মী৷ তৃণমূল এই ঘোষণা করতেই বিঁধলেন দিলীপ ঘোষ৷ আক্রমণ শানিয়ে বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি বলেন, তৃণমূল গোয়ার মানুষকে ভিখারি ভাবছে৷ তাই সেখানকার মানুষকে লোভ দেখাচ্ছে৷ 

আরও পড়ুন- ব্যাটিং শুরু শীতের, একধাক্কায় পারদ পতনে সোমবারই এপর্যন্ত মরশুমের শীতলতম দিন

প্রসঙ্গত,  সম্প্রতি গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্প ঘোষণা করেছে তৃণমূল৷ এই প্রকল্পে গোয়ার প্রত্যেক পরিবারের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে৷ অর্থাৎ বছরে ৬০০০ টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে৷ এই প্রকল্প থেকে উপকৃত হবে গোয়ার সাড়ে তিন লক্ষ পরিবার৷ তৃণমূলের তরফে আরও জানানো হয়েছে, এই প্রকল্পের জন্য সরকারের কোষাগার থেকে ১৫০০ থেকে ২০০০ কোটি টাকা খরচ করতে হবে৷ যা সে রাজ্যের বাজেটের ৬ থেকে ৮ শতাংশ৷ 

তৃণমূলের এই ঘোষণার পরেই সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন,  ‘উনি চেষ্টা করে যান। ত্রিপুরায় গিয়ে দেখে নিয়েছেন। এবার গোয়ায় যাচ্ছেন। যেখানে পার্টি শুরু হয়নি, সেখানে গিয়ে নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন। গোয়ার মানুষকে লোভ দেখাচ্ছেন। বাংলার লোককে ভিখারি বানিয়েছেন, গোয়ার লোককে এরকমই ভাবছেন হয়তো!’ গতকাল মুখ্যমন্ত্রীর গোয়া সফরকে কটাক্ষ করেছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি বলেন, ওনারা যাচ্ছেন যান৷ তবে গোয়ায় বিজেপি খুবই শক্তিশালী৷ শুধু মাত্র ভোট বাড়াতে গোয়ায় যাচ্ছেন৷ গোয়ার মানুষ বুঝে গিয়েছেন তৃণমূলের ঘোষণার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 11 =