‘এবারের ভোটে খাতা খোলাতেও সমস্যা করে দেব’! অনুব্রতকে হুঁশিয়ারি দিলীপের

‘এবারের ভোটে খাতা খোলাতেও সমস্যা করে দেব’! অনুব্রতকে হুঁশিয়ারি দিলীপের

সিউড়ি: বুধবার বীরভূমের সিউড়িতে দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সেখানে এসে তৃণমূলকে ফের কটাক্ষ দিলীপের৷ এদিন চায়ে পে চর্চায় এসে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ৷ সেখানে অনুব্রত মণ্ডলকে চ্যালেঞ্জ জানালেন দিলীপ৷ বললেন, ওনাদের এবারের নির্বাচনে খাতা খোলাও সমস্যার করে দেব৷ লোকসভা ভোটেই বীরভূমের মানুষ বুঝিয়ে দিয়েছে বিজেপিকে চাই কিনা৷ সিউড়িতে ২১ টা ওয়ার্ড আছে তার মধ্যে ১৮টায় আমরা লীড নিয়েছিলাম৷ দম থাকলে আগামী ইলেকশনে জিতে দেখাক৷

স্বরাষ্ট্রমন্ত্রীর দলিত পরিবারে ভোজনকে কেন্দ্র করে মমতার কটাক্ষের পাল্টা দেন দিলীপ৷ তিনি বলেন, জঙ্গলমহলে ফাইভস্টার হোটেল নেই সেটা যেন উনি মনে রাখেন৷ আমরাও আলুপোস্ত ডাল ভাত খেয়েছিলাম৷ কারোর যদি চোখ না থাকে তাহলে আমার কিছু করার নেই৷ সিঁঙ্গুরে অনশনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় হোটেল থেকে খাবার আনিয়ে খেতেন। এরপর মমতার উন্নয়নের প্রসঙ্গে দিলীপ বলেন,মমতা যদি উন্নয়ন করত তাহলে তাকে গিয়ে খাটিয়ায় বসতে হত না৷ বাঁকুড়াতেও তিনদিন থাকতে হত না৷ যদি ওনার লাজলজ্জা থাকেন তাহলে যাতে আর জঙ্গলমহলে মিথ্যা কথা না বলেন মমতা৷ পরের বা যেন গঙ্গার এপাশে কোনও সিট আশা না করেন৷ 

অন্যদিকে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সিউড়িতে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার পথে কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার নানুর বিধানসভা শিমুলিয়া গ্রামে। বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এ হামলা করেছে। ঘটনায় বোলপুর- সি মন্ডলের সভাপতি অভিজিৎ মন্ডল গুলিবিদ্ধ হয়ে বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আরও এক বিজেপি কর্মী বাপি মাঝি নিখোঁজ বলে দাবি তাদের। মারপিটের ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছে বলে জানা গিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস তাদের ওপর ওঠা অভিযোগ অস্বীকার করেছে। এলাকা থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =