বোমা মানেই তৃণমূল! দিলীপের চরম খোঁচা, শুভেন্দুর সভার আগে সতর্কবার্তা

বোমা মানেই তৃণমূল! দিলীপের চরম খোঁচা, শুভেন্দুর সভার আগে সতর্কবার্তা

কলকাতা: কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিমি দূর থেকে উদ্ধার করা হয়েছে তৃণমূলের বুথ সভাপতির ঝলসানো দেহ। তৃণমূল নেতার নাম রাজকুমার মান্না। আরও একটি ঝলসানো দেহ উদ্ধার হয়েছে আধ কিমি দূর থেকে। এই ঘটনায় বিজেপি এনআইএ তদন্তের দাবি করেছে। এদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তৃণমূলকে চরম খোঁচা দিয়েছেন।

আরও পড়ুন-  উদ্ধার হল তৃণমূল নেতার ঝলসানো দেহ, বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল বলে দাবি বিজেপির

শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, হয় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়, নাহলে বিস্ফোরণে তৃণমূল নেতার নাম জড়ায়। আসলে যেখানে বিস্ফোরণ, সেখানে তৃণমূল। সাধারণ মানুষের বুঝতে পারছে যে কাকে তারা ভোট দিয়েছেন। দিলীপের অভিযোগ, ক্ষমতা ধরে রাখতে দুষ্কৃতীদের দলে ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস। এতএব এক কথায়, তিনি স্পষ্টভাবে দাবি করছেন যে কাঁথির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ঘাসফুল শিবির। যদিও তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ডায়মন্ড হারবারে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সভা নিয়েও উত্তাপ চরমে। তাঁর সভা বানচাল করার চেষ্টা হচ্ছে বলে ইতিমধ্যেই দাবি করেছেন শুভেন্দু। তা নিয়েও মুখ খুলেছেন দিলীপ।

বিজেপি সাংসদের বক্তব্য, বিগত সাত বছর ধরে এ জিনিস দেখে আসছেন তিনি। কোনও সভা করতে দেওয়া হয় না। এক্ষেত্রে বিধানসভা ভোটের আগে ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলার প্রসঙ্গ টেনে এনে তিনি আরও বলেন, ওরা পিটিয়ে মেরে ফেলতে পারে। গাড়ি ভেঙে দিতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 6 =