বারাসত: সাংবাদিক বৈঠক করে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন৷ সেই মতোই সোমবার বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে আইনি নোটিশ পাঠালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের আইনজীবী৷ আগামী তিন দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করা হয়েছে৷
আরও পড়ুন- তৃণমূলে ভাঙনের ইঙ্গিত! দল ছাড়ার হুঁশিয়ারি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের
অভিযোগ, শনিবার দিলীপ ঘোষের একটি মন্তব্য তুলে ধরে টুইট করেন কাকলি ঘোষ দস্তিদার৷ দিলীপ ঘোষের উদ্ধৃতি তুলে ওই টুইটে বলা হয়, ‘‘নাগরিকত্ব নিয়ে মতুয়ারা যদি বেশি কথা বলে তবে মতুয়াদের ভোট আমাদের চাই না। মতুয়ারা নাগরিকত্ব নিয়ে বিজেপিকে ব্ল্যাকমেল করছে, মতুয়া ভোট আমাদের চাই না।’’ এর বারাসতের তৃণমূল সাংসদের বিরুদ্ধে সুর চড়ান দিলীপ ঘোষ৷ ওই দিন বিকেলেই সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, কী ভাবে একজন জনপ্রতিনিধি এই ধরনের ‘মিথ্যে’ মন্তব্য করতে পারেন, সেটা ভেবে আমি হতবাক৷ বিজেপি’র কোনও সদস্য এই ধরনের মন্তব্য করলে তাঁকে এতক্ষণে জেলে পোড়া হত৷ তাঁর নামে ‘অপপ্রচার’-এর অভিযোগ এনে কাকলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন দিলীপ ঘোষ৷
বিজেপি’র রাজ্য সভাপতি আরও বলেন, ‘‘আমি জানি না উনি নিজেই নিজের ফেসবুক-টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেল করেন কিনা৷ নাকি ওঁনার হয়ে আইপ্যাক এই টুইট করেছে৷ তবে আমার নামে মিথ্যে বার্তা দিয়ে উনি সাইবার ক্রাইম করেছেন৷’’
আরও পড়ুন- মার্ভেলাস বুক অফ রেকর্ডে সম্মানিত ‘শবর পিতা’
দিলীপ ঘোষের আইনজীবী পার্থ ঘোষ বলেন, এই ধরনের কোনও মন্তব্য আমার মক্কেল করেননি৷ ইচ্ছাকৃতভাবে ও সচেতনভাবেই তাঁকে অসম্মানিত করার চেষ্টা করা হয়েছে৷ মনগড়া কিছু উদ্ধৃত তাঁর নামে প্রচার করা হয়েছে৷ এর জন্য আগামী তিন দিনের মধ্যে কাকলি ঘোষ দস্তিদারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে৷ তিন দিনের মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে৷ তবে এই বিষয়ে এখনও কাকলি ঘোষ দস্তিদারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি৷