কলকাতা: গোয়ার পর মুখ্যমন্ত্রীর দিল্লি সফরেও চমক৷ গতকাল একের পর এক ‘প্রাক্তন’দের দলে যোগদান করিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ কেউ কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি তো কেউ আবার প্রাক্তন সাংসদ৷ তৃণমূলের এই বিস্তার নীতিকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ বাঁকা সুরে বললেন, তৃণমূল এখন বৃদ্ধাশ্রম! বাতিল নেতাদের পুনর্বাসনের জায়গা৷
আরও পড়ুন-বিধানসভা ঘুরে দেখলেন মিমি, মুগ্ধ তারকা সাংসদ
মঙ্গলবার আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ৷ সেখানে পবন বর্মা, কীর্তি আজাদদের তৃণমূলে যোগদান প্রসঙ্গে প্রশ্ন করা হলে কটাক্ষের সুরে তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। বৃদ্ধাশ্রম হয়ে গিয়েছে দলটা। কাকে কোন পদের প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা উনিই (মমতা বন্দ্যোপাধ্যায়) বলতে পারবেন৷ অন্য দল থেকে বিতাড়িত সমস্ত নেতাদের এখন নিজের দলে নিয়ে আসছেন। তৃণমূলে এসে তাঁদের পুনর্বাসন হচ্ছে।’
মঙ্গলবার মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ, রাহুল ঘনিষ্ঠ হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার এবং প্রাক্তন জেডিইউ সাংসদ পবন বর্মা। চমকের এখানেই শেষ ছিল না৷ মমতার সঙ্গে দেখা করেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার।
উল্লেখ্য, ২০১৫ সালে বিজেপি থেকে বহিষ্কৃত হন কীর্তি আজাদ৷ ২০১৯ সালে জেডিইউ থেকে বহিষ্কৃত হন পবন বর্মা৷ তবে আশোক তানওয়ারকে বহিষ্কার করেনি কংগ্রেস৷ হরিয়ানার অন্য কংগ্রেস নেতাদের সঙ্গে সংঘাতের জেরে দল ছেড়েছিলেন তিনি। সেই সূত্র ধরেই এদিন প্রাক্তন নিয়ে মমতাকে বেঁধেন দিলীপ ঘোষ।