কলকাতা: ৪-০ স্কোর হয়েছে বিধানসভার উপনির্বাচনের। পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে গেরুয়া শিবির। রেকর্ড ব্যবধানে প্রত্যেক কেন্দ্রে জিতেছে ঘাসফুল বাহিনী। এই ঝড়ের পরে অবশ্যই হতাশা ঘিরে ধরেছে বঙ্গ বিজেপি ব্রিগেডকে। কিন্তু আগামী দিনে যে দল আবার জিতবে সেই আশা রাখছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যদিও তিনি এও দাবি করছেন, যেভাবে উপনির্বাচন হয়েছে সেভাবে যদি আগামী দিনে ভোট হয় তাহলে হয়তো ১০০ শতাংশ ভোট পাবে তৃণমূল কংগ্রেস।
এদিন উপনির্বাচনের হারের পর সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেখানে নির্বাচনে হার প্রসঙ্গে তিনি বলেন, গোটা রাজ্যের সন্ত্রাসের আবহ চলেছে এবং তার মধ্যে ভোট হয়েছে। এইভাবে যদি আগামী দিনে ভোট হয় তাহলে রাজ্যের শাসক দল ১০০ শতাংশ ভোট পাবে তাতে কোন সন্দেহ নেই। এই প্রসঙ্গে তিনি এক হাত নিয়েছেন দিনহাটা এবং গোসাবার রেকর্ড ব্যবধানে জয়ী প্রার্থীদের। দিলীপের বক্তব্য, গোসাবার তৃণমূল প্রার্থী যিনি ছিলেন তাঁকে বেশি মানুষ চেনেন না কিন্তু তিনি খড়দহের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের থেকেও বেশি ব্যবধানে জিতেছেন। তার মানে বুঝতে হবে তিনি শোভন দেবের থেকেও বড় মানের নেতা। আর নয় তো কী ভাবে ভোট হয়েছে সেটা সকলের কাছে পরিষ্কার। দিলীপ আরও বলেন, একটি উপনির্বাচনে এত বিপুল ব্যবধানে প্রার্থী দিচ্ছে তার মানে বুঝে নিতে হবে কী ভাবে ভোট হয়েছে। তবে এতকিছুর পরেও চরম আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। কারণ দিলীপ স্পষ্ট দাবি করছেন যে আগামী সাধারণ নির্বাচনে আবার জিতবে বিজেপি।
উপনির্বাচনে যে সন্ত্রাস হয়েছে সেই প্রসঙ্গ তুলে এদিন বড় অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন, দিনহাটায় প্রচারের জন্য বিজেপিকে একটিও গাড়ি দেওয়া হয়নি। অন্যদিকে গোসাবায় বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি, হুমকি দেওয়া হয়েছে। খড়দহ খোদ প্রার্থী ভোট দিতে পারেননি প্রথমে কারণ তাকে বাধা দেওয়া হয়েছিল। তাই বাংলায় যে বিজেপির কোমর ভেঙে গিয়েছে এই কথা মানতে নারাজ দিলীপ।